সৈনিক

Spread the love

তুমি আরেকটু বসবে আমার পাশে?
পড়ন্ত বিকেলে সূর্যের আলো তোমার খোলা চুলে
যদিও আমার চোখ ঝলসে দিচ্ছে
তাও চাইনা তুমি এখনই চলে যাও
আমি জানি উঠে যাওয়া মাত্র আমাকে আর মনে থাকবে না তোমার
মনে পড়বে না তোমাকে মাঝরাতে বারান্দায় আসতে বলতাম
শুধু একবার দেখবো বলে
রঞ্জনার মতন কবজির কারিগরি করা কোন ভাই ছিলো তোমার
তাও আসতে না তুমি, বকা দিয়ে বলতে যাও ঘুমাও
আমি ঘুমানোর ভান করতাম
বিশ্বাস করো আমি ঘুমাইনি
রাতের পর রাত আমার আংগুলের ফাকে ছিলো সিগারেট
ঘুম অনেক আগেই আমাকে ছেড়ে গিয়েছিলো
মাঝ রাতে যখন কামার্ত একাকি পুরুষেরা যায়
কোন সস্তা হোটেলের কামরায় শারিরীক সুখ কিনতে
তখন আমি ফার্মেসিতে ঘুমের ওষুধ কিনতে যাই
তারপর ঘরে ফিরে বিছানায় গা এলিয়ে দেই
দেখো কি সব বলেই যাচ্ছি
এইদিকে সূর্য তো ডুবেই গেলো
তোমাকে আর কি বলে যে একটু বসিয়ে রাখবো
আচ্ছা তুমি চলে যাও, চলে যাও
চলে যাও যা দিয়েছিলে সবকিছু নিয়ে
আমি না হয় একাই থাকি,
যুদ্ধে সর্বদা হেরে যায় এমন এক সেনাবাহিনীর
দ্বিতীয় সারির নিতান্ত বাধ্য সৈনিক আমি
যখন তুমি তোমার ঘরে ফিরে যাবে
তখন আমাকে ফিরতে হবে খুব চেনা সেই যুদ্ধক্ষেত্রে
যেখানে আমার সেনাবাহিনী বার বার হারে।


Spread the love

ইন্সপাইরেশনাল মুভি

Spread the love

12th Fail টাইপ ইন্সপাইরেশনাল মুভি গুলাতে আমার জন্মের অ্যালার্জি। এটা সহজেই অনুমান করা যায় আমি একটা ভাদাইম্মা, আকম্মা এবং কারো সাফল্যে আমার হিংসা হয়। হইতেই পারে। কিন্তু আসল যে বিষয়টা সবাই মিস করে যায় সেটা হইলো অনেক মানুষ এসব মুভির চরিত্র গুলির চেয়েও বেশি স্ট্রাগল করেও ব্যর্থ হয়। জীবন যুদ্ধে হেরে যায়। এরকম অসংখ্য চরিত্র আমাদের চারপাশে আছে। এদের নিয়ে কোন মুভি হয়না। এদের গল্প কেউ খায় না। এমন সিনেমা কেউ দেখবে না যেখানে মূল চরিত্র অসম্ভব স্ট্রাগল করে শেষ পর্যন্ত হেরে যাচ্ছে। আমাদের শিক্ষা ব্যাবস্থা আর ক্যাপিটালিসম সব সময় এটাই বলে এসেছে হাল ছেড়োনা জয় তোমার হবেই! কিন্তু কখনো কখনো থেমে যাওয়া খারাপ কিছুনা। Read More


Spread the love
একাকীত্ব

কবিতা

Spread the love

সমাজের সংজ্ঞায় সফল মানুষেরা কবি হয় না
তারা হয় বূর্জোয়াদের ভাগারের ময়লাখোর কুকুর
গলায় টাই আর ফুল স্লিভ শার্টের কারাগারে বন্দী
কবি হতে হলে নদীর মত হতে হয়
কবি হতে হলে নদীর নাম জানতে হয়
শিখতে হয় মিসিসিপি নদী আর নীলনদের পার্থক্য
শুধু বসন্তের কোকিল চিনলেই হয় না
বুঝতে হয় ডাস্টবিনের কাকের ডাকের মানে
পুষতে হয় প্রথম প্রেম হারানোর যন্ত্রণা
যন্ত্রণারা জন্ম দেয় বিশুদ্ধ কবিতার
কষ্টেরা পরিশুদ্ধ করে কবিকে
কবি কখনো কবিতার জন্ম দেয় না
কবিতা জন্ম দেয় কবির


Spread the love

বুঝিনা

Spread the love

রাধাচূড়া আর কৃষ্ণচূড়ার মধ্যে এখনো তফাৎ টা বুঝিনা
বুঝিনা অশ্বথ আর বটের মধ্যে পার্থক্য
জানি না কোনটা কিউমুলাস মেঘ আর কোনটা না
জীবন প্রায় পুরোটাই পার হয়ে গেলো
শুধুমাত্র কম্পিউটারের প্রসেসর বুঝতে বুঝতে
আর মাঝে মাঝে দায়সারা কিছু কবিতা লেখা
যখনি হারিয়ে যেতে চেয়েছি কোন গহীন বনে
আমাকে হারাতে হয়েছিলো শহরের কংক্রিটের ভীড়ে
বিনামূল্যে সুখ বিকোতে চেয়েছিলাম
কিন্তু বেচে থাকার জন্য আমাকে বেচতে হয়েছে কষ্ট Read More


Spread the love
মানুষটা

মানুষটা

Spread the love

যে মানুষটার কোন বাগান নেই
তার জন্যও বসন্ত আসে
যে মানুষটার ঘরে ফেরার কেউ নেই
তার জন্যও সন্ধ্যা নামে
যার কোন স্বপ্ন কোনদিন পূরণ হয়না
তারও দুচোখ ভরে স্বপ্ন থাকে
যে একাকী সৈনিকের জন্য কেউ বাসায় অপেক্ষা করেনা
সেও যুদ্ধক্ষেত্র থেকে জীবিত ফিরে আসে Read More


Spread the love
একাকীত্ব

আমি মানে খুঁজে পাইনি

Spread the love

আমি মানে খুঁজে পাইনি
হৃদয়ের কোণে জমে থাকা কষ্ট গুলোর
চড়া দামে কেনা ছিলো সেগুলো
তবে আজ কেন পরিত্যাক্ত আমার দুঃখেরা
আমি মানে খুঁজে পাইনি
বার বার প্রেমে পড়ার
প্রতিবার স্বর্গসুখের আশায়
আমি নিজেকে খুঁজে পেয়েছিলাম
নরকের স্যাঁতস্যাঁতে গলিতে Read More


Spread the love
একাকীত্ব

একাকীত্ব

Spread the love

একাকীত্বের কাছে কি নিদারুণ অসহায় আমরা। দুপুরে বাসের ভীড়ে কিংবা শপিং মলের ঝিলমিল করা আলোর মধ্যে মনের ভেতর তীব্র অন্ধকার। অন্ধকার টানেলের শেষে হয়তো আলো থাকে কিন্তু জীবনের এই অন্ধকারের রাজত্ব যেন চলে লক্ষ লক্ষ বছর ধরে। মানুষকে সৃষ্টিকর্তার আদলে তৈরি করা হয়েছে। আমাদের মহান সৃষ্টিকর্তা ও কি এমন একা ছিলেন? যখন কিছুই ছিলোনা ? তাই কি আমরা ভিতরে ভিতরে এত একা? শত সুখের মাঝেও হুট করে একা লাগে। Read More


Spread the love
আমি সেই মানুষটা নেই

Aami Shei Manushta Aar Nei(আমি সেই মানুষটা আর নেই)| Dawshom Awbotaar |Anupam লিরিক্স

Spread the love

তুমি যাকে দেখো রোজ একা হেটে আসে
তার ঘরে হেরে যাওয়া ধ্রুবতারা ভাসে
আমি সেই মানুষটা নেই
আমি সেই মানুষটা নেই

চোখে তার মায়া ছিল
মুখে তার স্নেহ
ইদিনিং সে গাড়ি চাপা
কুকুরের মৃতদেহ
আমি সেই মানুষটা নেই
মিলিয়ে যেন গেছই ঈশ্বরেই
চোখে জল আসে না
খুবই তুচ্ছ এই ব্যাপার
আমি এগিয়ে যাই এবার
প্রলয়ের জলে আমি বানভাসি
প্রতিশোধ অভিলাষী হয়ে
বার বার ফিরে ফিরে আসি
আমার মুক্তির এই ধরাধামে
বৈকুণ্ঠের খামে
আমি চিঠি হই নেমেসিস নামে
মহীরুহ নত হয়
বুকে তার ক্ষত
দেবতার কথা রাখে
মানুষের মত
আমি সেই মানুষটা নেই
আমি সেই মানুষটা নেই Read More


Spread the love
জোনাকি

জোনাকি

Spread the love

পুনর্জন্ম হয়েছিলো জোনাকিটার
জাতিশ্মর ছিলো সে
ধীরে ধীরে মনে পরছিলো আগের জন্মের কথা
জ্বলতে নিভতে জ্বলতে নিভতে
সে তার চারপাশে আবিষ্কার করলো ইলেকট্রিক আলো
সেই আলোর দূষণে জোনাকিটার আলো মূল্যহীন Read More


Spread the love
শৈশব কিংবা কৈশোর

শৈশব কিংবা কৈশোর

Spread the love

আমার শৈশব কিংবা কৈশোর কোনটাই ফেয়ারি টেলস এর মতন সুন্দর ছিলো না। ঢাকার একটা বাজে এরিয়াতে থাকতাম। স্কুল শিক্ষক নিম্ন-মধ্যবিত্ত বাবা আমাকে নিয়ে খুবই ভয়ে থাকতেন। কখন না যেন বাজে ছেলে পেলেদের সাথে মিশে নষ্ট হয়ে যাই। ক্লাস টেন পর্যন্ত বাসা থেকে স্কুল আর কোচিং ছাড়া অন্য কোথাও যাওয়া এক প্রকার মানাই ছিলো। বিকাল বেলা জানলা দিয়ে পাশের বাসার মাঠে অন্য ছেলেদের খেলতে দেখতাম বিষণ্ণ চোখে। মাঝে মাঝে যেতাম অনেক কান্নাকাটি করে কিন্তু দেখা যেত যাদের সাথে খেলতাম তাদের বকা শুনতে হতো আমার জন্য। সারা দিন বাসায় কিচ্ছু করার নাই। একটা সতেরো ইঞ্চি সাদাকালো টিভি তাও কোন ডিশের লাইন ছিল না। কয়েকটা বিদেশী সিরিজ আসতো। সেটাই সম্বল। কিন্তু আরেকটা জিনিস ছিলো পাশে সব সময়, বই। বই পড়তে যে খুব ভালো লাগতো বিষয়টা তেমন না কিন্তু ভালো সময় কাটতো। ক্লাস নাইনে ওঠার আগেই জুলভার্ন, শার্লক হোমস, রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ, শরৎ বাবুর গৃহদাহ, পথের দাবী , গৃহদাহ আর সাথে তো সেবার অনুবাদ/ তিন গোয়েন্দা/ ওয়েস্টার্ন থাকতোই। Read More


Spread the love