যত দূরে দূরে দূরে যাবে বন্ধু
একই যন্ত্রণা পাবে, একই ব্যথা ডেকে যাবে;
নেভা নেভা আলো যত বার জ্বালো
ঝড়ো হাওয়া লেগে তার শিখা নিভে যাবে।।
যত দূরে দূরে দূরে যাবে বন্ধু।
কিছু কিছু কথা আছে যার মানে
বুঝিনি এখনো তবু সন্ধানে।।
কাটে সকাল বিকেল যেন নেভাবী স্বভাবে
যত দূরে দূরে দূরে যাবে বন্ধু। Read More