আমার শহরে শুধু হেরে যাবার গল্প শুনি
বেকার ছেলেটার মন খারাপ করে পার্কে বসে থাকা
কিংবা প্রেমে ব্যার্থ কোন মধ্যবিত্ত যুবক
যার ভালোবাসার মানুষটির বিয়ে হয়ে যায়
বিলেত প্রবাসী কোন পাত্রের সাথে
বুকে পাথর চেপে সস্তা সিগারেটে টান
সেই কেরানি টাও আমার শহরে থাকে
মেয়ে বিয়ে দিতে গিয়ে লোনের ভারে পিষ্ট
তেতো কান্না চেপে নিয়ে বাসে চড়ে বসে
কিন্তু তোমার শহরে তো রোজই পার্টি চলে
কখনো কখনো সখ করে মাটিতে নেমে আসো তুমি
স্ট্রিট ফুড খাবার বাহানায়
অথবা বই মেলায় একটা কবিতার বই হাতে
তোমার বন্ধু ক্রমাগত তোমার ছবি তুলতে থাকে
সস্তা স্ট্রিট ফুড খাওয়া কিংবা কবিতার বই পড়ার চেয়ে
ছবি তোলাতেই তোমার আগ্রহ বেশি
তোমাকে দেখি আমি আমার শহর থেকে
শুধু তোমাকেই না, তোমার মতো আরও অনেককেই
কি আশ্চর্য আমরা একই শহরেই থাকি !!!