লাভ ফুড

Spread the love

ছোট বেলায় অনেক অদ্ভুদ অদ্ভুদ স্বপ্ন ছিল। অতিরিক্ত ফ্যান্টাসিতে থাকা আমার সব সময়ের সমস্যা। একটা সময় পালায়ে বিয়ে করতে খুব ইচ্ছা করতো। বিয়ের পর কোন একটা চিলেকোঠায় ভাড়া উঠবো। অল্প আয়ে খুব টেনেটুনে সংসার চলবে। মাসে কোন একদিন ভালো কোন রেস্টুরেন্টে খেতে যাব। আর বাকি দিন গুলো টেনেটুনে চলে যাবে। কখনো পার্কে বসে বিকেল দেখব আর বাদাম খাব। ছোট বেলায় শুনতাম বাদাম কে বলা হয় লাভ ফুড। কারন তখন এত লাউঞ্জ, রেস্টুরেন্ট, ক্যাফে ছিল না। মধ্যবিত্তের প্রেম বলতে বুঝাতো পার্কে বসে বাদাম খাওয়া আর কোন স্পেশাল দিনে চাইনিজে যাওয়া । কখনো দামি গাড়ি, বিশাল ফ্লাট কিংবা লাক্সারিয়াস জীবনের স্বপ্ন দেখিনি। অনেক সহজ মনে হত জীবনকে। ভাবতাম যেহেতু বড় হওয়ার কোন টার্গেট নাই তাই আরামসে জীবনটা পার করে দিতে কোন সমস্যা হবে না। সত্যিকারের মধ্যবিত্ত জীবনটাই আমার পছন্দের। মনে হত আমার মতন কাউকে না কাউকে পেয়ে যাব। ভুল ভাঙলও যখন প্রেমিকার মা বললো ঢাকায় একটা বাড়ি নেই বলে আমার সাথে উনার মেয়েকে বিয়ে দিবেন না। আস্তে আস্তে স্বপ্নগুলো ফিকে হতে শুরু করলো। রাতের পর রাত না ঘুমিয়ে কষ্ট হজম করা। বুঝতে শিখলাম একা থাকা মানেই সব শেষ হয়ে যাওয়া না। চিলেকোঠায় কারও সাথে থাকতে না পারা আমার ব্যর্থতা না। বিকেলে লেকের পাড়ে সূর্যাস্ত দেখতে যাওয়াটা খ্যতামি।তাই আমার সাথে কেউ সেখানে বাদাম খেতে যাবে না। মেনে নিলাম। হয়তো অঞ্জন দত্তের 2441139 গানটা সিরিয়াসলি নেয়াটা ঠিক হয়নি। ঠিক হয়নি তোমার মাঝে আমার স্বপ্ন গুলাকে খুজে ফেরা ….


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *