অভিনয়

Spread the love

লড়াই করার শক্তিটা আস্তে আস্তে কমে যাচ্ছে। frustration, depression, looser, weak, loneliness এই শব্দগুলোর মাঝে জীবনটা আটকে গেছে। এখন আর কিছু হারায় কাঁদি না। কষ্ট পাই কিন্তু মনে হয় এইটাই নিয়তি। মনের চোখটা এখন বর্ণান্ধ। সাদা আর কালো ছাড়া অন্য কোন রঙ সে দেখতে পায় না। কোথাও হেরে গেলে সেলিব্রেট করি। মনে হয় এইটাই আমার পাওনা। দাত মুখ চেপে একটা ভালো সময়ের জন্য প্রতীক্ষা। শেষ কবে যে একটু ভালো ফিল করেছিলাম মনে করতে কষ্ট হয়। মুখে একটা হাসি আর মনের মধ্যে একটা তীব্র আর্তচিৎকার আমি আর পারিনা,  I want to quit. কিন্তু পারিনা। জানি মরার পর দোজখে যাবো। কিন্তু তার আগেই কেন দোজখের যন্ত্রণা পাবো। সারা দিন ঘুমাই। কতো রঙ বে-রঙের স্বপ্ন দেখি। ঘুম ভাংলেই আবার সেই যন্ত্রণার রাজ্যে প্রত্যাবর্তন। ঘুম কেন ভাঙ্গে, যদি জীবনটা স্বপ্নেই কাটায় দেয়া যেতো। সেই মানুষ গুলাও অনেক বদলে গেছে। যাদের দুখের সময় গুলতে দিনের পর দিন সঙ্গ দিয়ে গেছি। শুধু আমি পারিনি বদলাইতে। সকালে উঠে আবার মুখে হাসি নিয়ে বের হব। নোংরা জোকস করবো দোস্ত , বন্ধু আর ছোট ভাইদের সাথে। একটা বিচে ছোট্ট একটা জুসের দোকান দিতে ইচ্ছা করে। আর সারা রাত বিচে শুয়ে গান শুনব। সব কিছু থেকে দূরে, সব কিছু। জানি হবে না এমন কিছু। সকাল আসতেছে । আবার শুরু করতে হবে ভালো থাকার অভিনয়। জীবন টা সিনেমা হলে ভালো হতো। অভিনয় করার জন্য কিছু পয়সা তো পেতাম।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *