আমার দুঃখগুলো কাছিমের মতো – দৃষ্টিকোণ

আমার দুঃখগুলো কাছিমের মতো,
গুটিগুটি পায়ে আর এগুতে পারেনা।
আমার দুঃখগুলো কাছিমের মতো,
আমাকে ছাড়িয়ে আর এগুতে পারেনা।
আমার কষ্টগুলো ডালিমের মতো,
লালের জমাট কেউ ভাঙতে পারেনা। Read More

আমি কি তোমায় খুব বিরক্ত করছি ?

আমি কি তোমায় খুব বিরক্ত করছি ?
বলে দিতে পারো তা আমায়।
হয়তো আমার কোন প্রয়োজন নেই
কেন লেগে থাকি একটা কোনায়।
তুমি বলে দিতে পারো তা আমায়
চিঠি লিখবো না ঐ ঠিকানায়
আমারও তো মন ভাঙ্গে, চোখে জল আসে
আর অভিমান আমারও তো হয়।
যদি এই মুঠো ভরা শিউলি ফুল
যদি এই খুলে রাখা কানের দুল Read More

আকাশ

আমার ধুলোমাখা জিন্সের পকেটেতে
রাখা আছে অসংখ্য স্মৃতি
সিগারেট খাওয়া এই বুক ভরা নিকোটিনে
বাচা ও মরার সংহতি
আমার দুটো পায়ে নাগরিক বন্ধন
ভাবনায় কড়া পাহাড়া
স্বপ্নেরা প্রতি রাতে গ্রাহকের সন্ধানে
ঘুরে ঘুরে হয় দিশেহারা
না আমি পারবনা নারে আকাশ তোর সাথে যেতে
আমি সোজা পথ সোজা কথা দুটোই ছেড়েছি
আজ দেবনা দুঃখ তোকে পেতে

Read More

প্রিয় বন্ধু – অঞ্জন দত্ত এবং নিমা খান ( ফুল স্ক্রিপ্ট – Full Script) পার্ট ওয়ান [Part-1]

প্রিয় বন্ধু – অঞ্জন দত্ত এবং নিমা খান ( ফুল স্ক্রিপ্ট)

ভালবাসা মানে ধোয়া ছাড়ার প্রতিশ্রুতি
ভালবাসা মানে এলো চুল মাতোয়ারা
ভালাবাসা সময় থামার আগে
ভালবাসা তোমার শুরু আমার সারা ……

Dear Asma Chowdhury Joyeeta,
I had taken a bet with the other boys in the class that you are not hot headed as you you look like. So I said I will them by eating tiffin from your box. If you don’t I will lose rupees 10. Please just one time only! I will let you copy from my mathematics homework also.
– Arnob Chaterjee

Arnob Chaterjee,
You big fat fool. Don’t ever put anymore letters in my bag. don’t ever touch my bag. Or I will report to the principal and break your hand. I don’t want your homework. I don’t copy from others. An d I don’t eat other people’s এঁটো। Go to hell.

Read More

আহারে মন – Bengali Song | Anupam Roy | Projapoti Biskut – 2017

আমরা যারা এই চেহারা
হন্যে হয়ে রোজ পাহারা,
তাও শুকিয়ে যায় ফোয়ারা,
প্রেম পালিয়ে যায়।

আলোর দড়ি জড়ায় তাকে,
এমনিতে সে একলা থাকে,
আজ কে জানে, কিসের ডাকে,
প্রেম পালিয়ে যায়। Read More

আহারে জীবন – DOOB (NO BED OF ROSES) (ডুব)

কার্নিশে ভুল, অবেলা বকুল ,
থাকো ছুঁয়ে… একুল , ওকুল ।
থাকো ছুঁয়ে … শহুরে বাতাস ,
ছুঁয়ে থাকো নিয়ন আকাশ ।

আবছায়া চলে যায় হিজলের দিন ,
অভিমান জমে জমে আমি ব্যথাহীন । – [ ২ বার ]

আহারে জীবন … আহা জীবন ! Read More

মানুষ একটা দুই চাক্কার সাইকেল

হাওয়ার উপর চলে গাড়ি
লাগেনা পেট্রোল ডিজেল
মানুষ একটা দুই চাকার সাইকেল।
কি চমৎকার গাড়ির মডেল গো
মানুষ একটা দুই চাকার সাইকেল।
দুই চাকায় করেছে খাড়া
জায়গায় জায়গায় স্ক্রপ মারা
বাহাত্তর হাজার ইস্পাত দিয়া
এই সাইকেল গড়া
চিন্তা করে দেখনা একবার
দুইশ ছয়টা হয় এক্সেল। Read More

তুমি এলে – অমিতাভ কায়সার

রোদ নেই জেগে ওঠা ভোরে
আজ তাই মেঘের ঘুড়ি ওড়ে।
মন বলে আকাশের সূর্যটা
তোমারই ঘরে
কাছথেকে দেখবে বলে সে
তোমার চাদরে.
দুরে ছিলে,
ছিল তাই অনেক ভাল
ধুলোমাখা পথে ছিল রঙিন আলো
তুমি এলে, মোর রাত যেন রাতের কালো। Read More