Ghure-Takao-ঘুরে-তাকাও-Shah-Jahan-Regency-Abir-Rittika-Anupam-Roy-Srijit-Mukherji-SVF

কতদিন আলোয় ফেরা হয়নি | Aloy Phera Hoyni Badsha | Debojyoti Mishra | Brishti Tomakey Dilam

কতদিন আলোয় ফেরা হয়নি
কতদিন ডাকিনি তোমায় ডাক নামে
ঘুমের গভীরে বয়ে চলা নির্জনতা আজ
দেখা হয়নি তোমার সাথে।
রং পেনসিল আর বৃষ্টির গুঁড়ো
আঁকেনি তোমার মুখ
কতদিন আলোয় ফেরা হয়নি।

দু’চোখ ভিজিয়ে আর জাগে নি শহর
ঘুমের কোণেতে মাথা রেখে
আলোর ছায়ারা মেঘ হয়ে জানালায়
ঘষা কাঁচে যায় জন্মের দাগ রেখে
কতদিন আলোয় ফেরা হয়নি। Read More

পারছি তো খুব – অনুপম রায়

তোমার বুকে বার বার মরে,
বাঁচার জন্য লড়ছি
কোন সে পাপের পাহাড় বুকে,
কিসের দায়ে গড়ছি
বাঁচাটাই তো মুখ্য তবে,
নেই মরণের মূল্য
প্রশ্নটাই করেই গেলাম,
মন টানা মুখ খুললো ।

চোখ মুছে যাই, জল না তো পাই
দৃষ্টি যেন কাঁদে ।
একজীবনে এতবার মরা,
একটু বাঁচার সাধে । Read More

ডিসেম্বর এর শহরে – December’er Shohorey || With Love, Calcutta OST

ডিসেম্বর এর শহরে
চেনা শুভেচ্ছা চেনা সেলফোন,
ডিসেম্বর এর শহরে
সবই নিয়নের বিজ্ঞাপন
ডিসেম্বর এর শহরে
চেনা বন্ধু চেনা নিকোটিন
ডিসেম্বর এর শহরে
ভালোবাসা যেন পোর্সেলিন
তারা জানেনা মুখচোরা পার্টিতে
তোর সাজানো হাসির মানে
সস্তার রাম যখন রাখছে হিসেব
তোর বেহিসাবি অভিমানের Read More

কপালের ভাঁজে গাড়ি চলে সারারাত – Kopaler Bhanje | Piya Chakraborty | Anupam Roy

কপালের ভাঁজে গাড়ি চলে সারারাত
চাকার আঘাতে খানিকটা উঁচু নিচু
অহঙ্কার টা চিরদিন ই রয়ে গেল
তাই চোখের আড়ালে থেকে গেল কত কিছু

কারোর পায়ের শব্দ আমি মনপ্রাণ দিয়ে চাইছি
নিশ্বাস তুমি ফিরে যাও, আমি যন্ত্রনা ভালবাসছি
তাই ঝড়ের কাছাকাছি এই কাতর বিবরণ
এরপরেও জেগে থাকে এই পাথরকুচি মন Read More

মেঘ পিওনের ব্যাগের ভেতর – ঋতুপর্ন ঘোষ

মেঘ পিওনের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা ,
মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা ।

মন খারাপের খবর আসে বনপাহাড়ের দেশে ,
চৌকোণও সব বাক্সে
যেথায় যেমন থাক সে
মন খারাপের খবর পরে দারুণ ভালোবেসে ।

মেঘের ব্যাগের ভিতর ম্যাপ রয়েছে মেঘ পিওনের পারি
পাগদন্দি পথ বেয়ে তার বাগান ঘেরা বাড়ি ,
বাগান শেষে সদর দোয়ার বারান্দাতে আরাম চেয়ার
গালচে পাতা বিছানাতে ছোট্ট রোদের ফালি ,
সেথায় এসে মেঘ পিওনের সমস্ত ব্যাগ খালি ।

মেঘ পিওনের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা ,
মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা । Read More

দুঃখ স্রোত – মাইলস

আমার রঙিন কতগুলো দিন
রয়েছে তোমারই কাছে- ফিরিয়ে দাও

না হয় আমার হৃদয়ে যে ব্যথা
বুকের মাঝে জমে আছে- ফিরিয়ে নাও

এরপর যাও, চলে যাও, যেখানে যেতে চাও
এরপর যাও, চলে যাও, যেখানে যেতে চাও।

আমার রঙিন কতগুলো দিন
রয়েছে তোমারই কাছে- ফিরিয়ে দাও

রূপকথাসম যে স্মৃতি রয়েছে হাজার
আঘাত করে কেন যায় শুধু বারবার
বড় কষ্টে জমানো ধূসর সে প্রেম
কালো দাগ রেখে গেছে- তুমি নিয়ে যাও Read More

এই নষ্ট শহরে – সঞ্জীব চৌধুরী

এই নষ্ট শহরে নাম না জানা যে কোনো মাস্তান
সকালে ঠিক খিস্তি খেউর রাজা উজির মেরে মাস্তানি সব ছেড়ে
বিকেল বেলা তোমার বাড়ির লাগোয়া পথ ধরে যাচ্ছে যখন ফিরে
ভুলে না হয় দিয়েই ছিল শীষ হাত ছিল নিশপিশ
ছুড়ে না হয় দিয়েই ছিল চিঠি
আর স্বীকার করে বলি এসব কান্ড খারাপ ছেলে করে(২)
তবু মেয়ে প্রেম তবু তার মিথ্যে ছিল না(২)

তার প্রেমের উপস্থাপন জানি তেমন ভদ্র শোভন নয়
তার চিঠির ব্যাকরণ ভর্তি ভুলে বলার মত নয়
শুধু তোমার নামটি ছাড়া শুদ্ধ কিছুই লিখতে জানে না
আর স্বীকার করে বলি সে কিছুতেই যোগ্য তোমার নয়(২)
তবু মেয়ে প্রেম তবু তার মিথ্যে ছিল না(২)
সে যে বছর যুদ্ধে গিয়েছিল ভেবেছিলো পাবে তোমার প্রেম
ইস্পাতে বারুদে সে তার প্রাণ তোমার পায়ে সপে দিয়েছিল
আজ স্বীকার করে বল তুমি তাকে মিথ্যে বলেছিলে
ও মিথ্যেবাদী মেয়ে তুমি তাকে মিথ্যে বলেছিলে
আজ স্বীকার করে বল তুমি তাকে মিথ্যে বলেছিলে
ও মিথ্যেবাদী মেয়ে কেন তাকে মিথ্যে বলেছিলে(২)

হৃদয়ের দাবি – সঞ্জীব চৌধুরী

আগুনের কথা বন্ধুকে বলি
দু’হাতে আগুন তাড়
কার মালা হতে খসে পড়া ফুল
রক্তের চেয়ে গাঢ়।
যার হাতখানি পুড়ে গেলো বধূ
আঁচলে তাহারে ঢাকো
আজও ডানাভাঙা একটি শালিক
হৃদয়ের দাবি রাখো ।।

Read More

লাই লা লাই – আমি আসবো ফিরে

রঞ্জনা আজ তার বাড়ি থেকে পালাবে
নীলাঞ্জন আজ তার অফিসে রুখে দাঁড়াবে
ছেড়ে দেবে তার সস্তার কেরানির কাজ
শিমুল আর শিলা পালিয়ে বিয়ে করবে
সঞ্জয় দুর পাল্লার ট্রেন ধরবে
ছেড়ে চলে যাবে তার চৌক চ্যাপ্টা সমাজ Read More