বেয়াদ্দব টা জন্মের পর থেকেই আমাকে ভাইয়া ভাইয়া ডাকতো। কথার পিঠে কথা বলার একটা বদভ্যাস আমার জন্মগত। কিন্তু এই বদভ্যাস টাকে রীতিমতো শিল্পের পর্যায়ে নিয়ে গেছে বেয়াদ্দবটা । এখন আর আমি কথায় পারিনা ওর সাথে। ১৭ বছর ছিলাম এক বাসায়। বাসা ছেড়ে চলে আসার সময় বেয়াদব টা রীতিমতো কেদে দিয়েছিল। একসাথে থাকাটা অনেক মিস করেছি আমি পরে। লোডশেডিং এর সময় হাজার কাজ ফেলে নিচে নেমে আড্ডা মারা, বিকাল হতেই সেই ক্রিকেট খেলা , মামার দোকানে স্পীড খাওয়া , বারান্দায় দারিয়ে ব্লু-তুথে ডাটা ট্রান্সফার আর কত কি। রাতের বেলা বাসায় ফোনে কথা বলার সাহস ছিলনা। রাস্তায় নেমে কথা বলতাম. গাধাটা বারান্দা থেকে টর্চ মারত। জীবনে প্রথম বার ছ্যাকা খেয়ে কাদছিলাম তখন গাধাটাও আমাকে জড়িয়ে ধরে কাদছিল। কান্না থামিয়ে জিগেস করলাম তুই কাদতেছিস কেন বেটা !! গাধাটা বলল তুমি কাদতেস তাই। তখন আবার কান্না পেয়েছিল কিন্তু অন্য কারনে। আমি সাইকেল কিনার পর গাধাটাও সাইকেল কিনল। বলল ভাইয়া তুমি চালাইতে পারনা ভাল তোমার সেফটি এর জন্য আমি কিনছি । মেজাজ টা গরম হইছিল ঠিক ই। সেই গাধাটা কালকে চলে যাচ্ছে দূরে। একটু বেশি দূরে, অস্ট্রেলিয়া।Tahsin গাধা i will miss you bro, I will badly miss you. In fact I started missing you. ভাল থাকিস যেখানেই যাস. Brothaaaaaa !!! যদি শুনি খারাপ আছিস তোর খবর আছে