লাইফে অনেক কিছুই চেঞ্জ হইছে …হাইট বাড়ে নাই বেশি .. বুদ্ধিও না .. সুন্দরী মাইয়া দেখলে আগে হা কইরা চাইয়া থাকতাম .. এখন টেকনিকেলি তাকাই .. কিন্তু যখন মন খারাপ থাকতো তখন অঞ্জন দত্তের গান শুনতাম । অনেক ছোট বেলায় একটাই ক্যাসেট ছিল কাছে “পুরনো গিটার”। কত শত বার শুনা একটা ক্যাসেট মাত্র ক্যাসেট র মাত্র ১১ টা গান। কিন্তু জীবনের সাথে অদ্ভুত ভাবে মিলে জেত গান গুলো.
মাঝখানে এত গুল বছর চলে গেল কিন্তু এখনও মন খারাপ হলে Anjan Dutta এর গান শুনি। কখনই মনে হয় না আমি bored । মাঝখানে থেকে মনটা ভাল হয়ে যায়। বসে আছি ইস্টিশনেতে, আলিবাবা, শুনতে কি চাও, কাঞ্চনজঙ্ঘা , ম্যারী অ্যান , ক্যালসিয়াম, বৃষ্টি গান গুলা সব সময়ই আমাকে সঙ্গ দিয়েছে. বিশেষত মন খারাপ এর সময় গুলতে।। ধন্যবাদ অঞ্জনদা !! আমি আবার শুনতে চাই সেই বেসুরো সুর