মনে পড়ে যখন জীবনে প্রথম সায়েন্টিফিক ক্যালকুলেটর কিনলাম। অদ্ভুত এক আনন্দ। ক্যালকুলেটরে sin, cos, tan , log এসব লিখা দেখেই অস্থির আনন্দ হইত। যদিও তখন জানতাম না এগুলা আসলে কি । এখন মনে পরলেও হাসি আসে। কত সহজ ছিল সব কিছু। স্ট্রেস , টেনশন, ডিপ্রেশন এখন আমার নিত্য সঙ্গী। সব কিছু যেন কেমন ঘোলাটে। কতো স্বপ্ন ছিল , ছিল আনকোরা হাতে করা কতো হিসেব। এখন সব এলোমেলো। একটা সময় ছিল যখন অনেক মাঞ্জা মেরে বাসা থেকে বের হতাম। পরিপাটি চুল, সুন্দর শার্ট , পায়ে দামি স্যান্ডেল আরও কত কি। এখন মনে হলেও অবাক লাগে। মানে খুজে পাই না জীবনের। বাবা মায়ের দিকে তাকায় শো অফ করা সব কিছু। রাত যত বাড়তে থাকে ততোই হতাশারা যেন জাপ্টে ধরে আমাকে। সাথে পুরনো কিছু স্মৃতি। বের হতে পারিনা আমি। একটার পর একটা ভুল। একটা ভুল কে শোধরাতে গিয়ে আরও দশটা ভুল করা। শেষে হার মেনে নেয়া। এখন আর কষ্ট হয় না হার মেনে নিতে। হার ,জিত, সাফল্য কোন কিছুর ই মানে খুজে পাই না। সব কিছু ছিড়ে ছুড়ে ফেলে সমুদ্রে যেতে ইচ্ছা করে। হারতে হারতে আমি হারা শিখে গেছি। কখনো হারতে হয় কখনোবা হারাতে হয়। কোন অনুভূতি শো করিনা এখন আর। শুধু দেখি। চিন্তা ভাবনা গুলো পরিস্কার না। অনেকেই বলেছিল সব ঠিক হয়ে যাবে এক দিন। চিন্তা করে দেখি আসলেই ঠিক হয়ে গেছে। One way or another……