সারা দিন ঘুমাই। রাত ও আর আগের মতন জাগি না। আপাতত সব কাজ বন্ধ। কিন্তু আজ কাল ঘুমাইলেই অদ্ভুত সুন্দর সুন্দর সব স্বপ্ন দেখি। শেষ কবে দুঃস্বপ্ন দেখছি মনে নাই। তাই শুধু ঘুমাইতে ইচ্ছা করে। আমার মনে হয় সপ্নগুলা আসলে স্বপ্ন না । আমারি অন্য কোন প্যারালাল জগত। ঘুম ভাঙলেই আবার সেই কষ্টের দুনিয়া। কিন্তু স্বপ্ন গুলোতে আমি অস্বাভাবিক খুশি আর সুখী থাকি। ক্যান ভাঙ্গে আমার ঘুম। ক্যান শেষ হয় স্বপ্ন। কেমন হত যদি অনন্তকাল স্বপ্ন দেখা যেত। এই জীবনটা শাটডাউন করে স্বপ্নের জীবনটা টার্নঅন করে রাখতাম খালি। কিন্তু পারিনা। একদিন পারবো। পারতেই হবে।