সফল ব্যক্তিবর্গ এবং একটা খোলা চিঠি

Spread the love

সফল ব্যক্তিবর্গ এবং একটা খোলা চিঠি

প্রিয় সফল ব্যক্তিবর্গ ,

আপনারা সবাই আমার সালাম নিবেন। আশা করার কিছু নাই আমি জানি আপনারা সবাই ভালই আছেন, কেননা আপনারা জীবনে সফল। আপনাদের মধ্যে অনেকেরই দেমাগে মাটিতে পা পড়েনা। কারন কতো শত জনকে পিছনে ফেলে আপনারা আজকে জীবন যুদ্ধে জয়ী। আপনাদের কে জানাই অভিনন্দন। কিন্তু আফসোস সবাই শুধু দেখে আপনারা কিভাবে জীবনে সফলকাম হইছেন। আমাদের মতো হাজার হাজার লুজার দের জেই অবদান আপনাদের সফল হওয়ার পিছনে সেটা কেউ দেখে না। এক একটা লুজার আপনার জায়গায় থাকতে পারতো। কিন্তু হাজার হাজার লুজার তাদের জায়গা ছেড়ে দিয়েছে ( হয়তো অনিচ্ছাকৃত ) আপনার জন্য। সবাই আমাদের আইলসা বলে গালি দেয়। কিন্তু আমি আইলসা বলেই আজকে আপনি কর্মঠ। আমি আজকে লুজার বলে আপনি আজকে উইনার। বিধিবাম কেউ সেটা বুঝে না। আজকে আমরা ক্রমাগত বল ঠেকাই যাচ্ছি বলে আপনারা চার ছয় মেরে যাচ্ছেন। শুধুমাত্র ব্যাটসম্যান কে ক্রেডিট দিলে হবেনা। লুজ বল করে ব্যাটসম্যানকে সুযোগ করে দেয়ার জন্য  বোলার ও সমান ডেবিট এর অধিকারী। সবাই কখনো এক সাথে সম্মিলিতো ভাবে ফার্স্ট হতে পারেনা। ফার্স্ট শুধু এক জন হয়। আমাদের সবার হেরে যাওয়ায় আজকে আপনারা বিজয়ী। কখনো পেটে ব্যথা – মাথা ব্যথা  – পায়ে ব্যথা   বলে পড়া আর কাজ ফাকি দেয়া, কখনো ছেঁকা খাওয়ার অজুহাতে জীবনটাকে নষ্ট করার সুযোগে আপনারা উপড়ে উঠে গেলেন আমাদের মতন হাজারো লুজারকে সিঁড়ি বানিয়ে। তাই বলি একটু হলেও আমাদের ক্রেডিট দিন। ভালো থাকবেন আপনারা। আমাদের শুভকামনা আপনাদের সাথে নাই, সো টেনশন খাইয়েন না।

ইমরুল হাসান শিহাব
(The Ultimate Looser)


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *