বর্ন আইডেন্টিটি মুভির একটি দৃশ্য। জ্যাসন বর্ন অজ্ঞান অবস্থায় শুয়ে আছে জাহাজের কেবিনে। কোন স্মৃতি নেই। জ্ঞান ফিরতেই জ্যাসনের প্রশ্ন আমি কোথায় ? আমি এখানে কেন ? খুব সাধারন একটা ব্যাপার। যে কেউ ই একই প্রশ্ন করবে এমন অবস্থায়। কিন্তু আমরা নিজেরা কি কখনও এই প্রশ্ন করেছি ? দুনিয়াতে এসেই ব্যস্ত হয়ে পড়ি। স্কুল, কলেজ তারপর উচ্চশিক্ষা। তারপর কোন মতে একটা চাকুরি যোগার করে বউ বাচ্চা পালা। কার পক্ষেই মনে হয় না এই লুপ ব্রেক করা সম্ভব। সমুদ্রে গেলে বুঝা যায় কত ক্ষুদ্র আমরা। আরও বুঝা যায় আকাশের দিকে তাকালে। সব চিন্তা ভাবনা গুলো এলোমেলো হয়ে আছে। কোন ভাবেই আমার নিজের জীবন টা মেনে নিতে পারতেছি না আবার সব ভেঙ্গে বের হওয়াও সম্ভব না। এই অল্প কয়দিনের জন্য কেন দুনিয়া তে আসা। একদিন মরার জন্য সারা জীবন বেঁচে থাকা। কিন্তু মাঝে মাঝে একবার মরে দেখতে ইচ্ছা করে খুব ওই পাড়টা আসলে কেমন? যদি একটা ট্রায়াল দিয়ে আসা যেত !!!