ছোট বেলা থেকেই আইলসা আমি। সব কাজে শর্টকাট খোঁজা আর ফাকি দেয়া। হাজারটা লেইম এক্সকিউজ খোঁজা আমার পুরান অভ্যাস। যে কোন ধরণের প্রতিযোগিতায় লাস্ট থেকে ফার্স্ট হউয়া আমার জন্য নিত্ত-নইমিত্তিক ব্যাপার। সব সময় একটা মিরাকলের জন্য অপেক্ষা করেছি। বিশ্বাস ছিল একটা না একটা মিরাকল ঘটবেই। তীব্র বিশ্বাস। অনেক গুলা বছর চলে গেছে মাঝখানে। তাও অপেক্ষা করেছি একটা মিরাকলের জন্য। তার পর সত্যি সত্যি মিরাকল টা ঘটলো। এতো দিন পর।
The miracle is I just stopped waiting for miracles. — feeling empty.
গল্পটি পড়ে অনেক কিছু জানতে পারলাম। তবে শর্টকাট পদ্ধতি আমাদের এড়িয়ে চলা উচিত।