আজকে যে বেপরোয়া বিচ্ছু
শান্ত সুবোধ হবে কাল সে
চোখের সঙ্গী হবে চশমা
চল্লিশ পেরোলেই চালশে
আজকে যে আড্ডায় মশগুল
নির্বান্ধব হবে কাল সে
হরিহর আত্মা শুধু চশমা
চল্লিশ পেরোলেই চালশে
আজকে যে শিস দিয়ে গান গায়
কোন গান শুনবে হে কাল সে
চোখ থেকে খুলে নিয়ে চশমা
ভুলে গিয়ে চোখে আছে চালশে
আজকে যে দল বেঁধে দীঘা যায়
নিরালা সফরে যাবে কাল সে
সফর সঙ্গী শুধু চশমা
চল্লিশ পেরোলেই চালশে
আজকে যে প্রেমে পড়ে উন্মাদ
ঘোর সংসারী হবে কাল সে
শয্যা সঙ্গী শুধু চশমা
চল্লিশ পেরোলেই চালশে
আজকে যে শিস দিয়ে গান গায়
কোন গান শুনবে হে কাল সে
চোখ থেকে খুলে নেবে চশমা
ভুলে যাবে চোখে আছে চালশে
আজকে যে চুল রাখে বাবরি
লুকোবে চাঁদির টাক কাল সে
কি করে লুকোবে তার চশমা
চল্লিশ পেরোলেই চালশে
আজকে যে সারাদিন টই টই
ঘরকুনো হয়ে যাবে কাল সে
কাগজ পড়বে পরে চশমা
চল্লিশ পেরোলেই চালশে
আজকে যে শিস দিয়ে গান গায়
কোন গান শুনবে হে কাল সে
চোখ থেকে খুলে নেবে চশমা
ভুলে যাবে চোখে আছে চালশে
আজকে যে খুব জলজ্যান্ত
অ্যালবাম এ ঠাই পাবে কাল সে
ফটোগ্রাফ এর চোখে চশমা
চল্লিশ পেরোলেই চালশে
আজকে যে মুখে মারে বিশ্ব
চুপচাপ হয়ে যাবে কাল সে
ভাগ্যহীনের চোখে চশমা
চল্লিশ পেরোলেই চালশে
আজকে যে শিস দিয়ে গান গায়
কোন গান শুনবে হে কাল সে
চোখ থেকে খুলে নেবে চশমা
ভুলে যাবে চোখে আছে চালশে
আজকে যে প্রতিবাদী কন্ঠ
সর্বংসহা হবে কাল সে
সয়ে যাবে অসঝ্হ্য চশমা
চল্লিশ পেরোলেই চালশে
অথবা যে আজ নি:শব্দ
সশব্দে ফেটে যাবে কাল সে
ভূলে যাবে চোখে আছে চশমা
ভূলে যাবে চোখে আছে চালশে
আজকে যে শিস দিয়ে গান গায়
যেন গান গেয়ে ওঠে কাল সে
চোখ থেকে খুলে নিয়ে চশমা
মন থেকে মুছে দিয়ে চালশে
কাল সে