কার্নিশে ভুল, অবেলা বকুল ,
থাকো ছুঁয়ে… একুল , ওকুল ।
থাকো ছুঁয়ে … শহুরে বাতাস ,
ছুঁয়ে থাকো নিয়ন আকাশ ।
আবছায়া চলে যায় হিজলের দিন ,
অভিমান জমে জমে আমি ব্যথাহীন । – [ ২ বার ]
আহারে জীবন … আহা জীবন !
জলে ভাসা পদ্ম যেমন ।
আহারে জীবন … আহা জীবন !
জলে ভাসা পদ্ম জীবন ।
আহা পারতাম, যদি পারতাম ,
আঙুল গুলো ছুঁয়ে থাকতাম ।
বিষাদেরই জাল , টালমাটাল ,
এ কোন দেয়াল , এ কোন আড়াল ।
ছাই হয় গোধূলি , কারে যে বলি ,
এ কোন শ্রাবণ আজ বয়ে চলি ।
আহারে জীবন … আহা জীবন !
জলে ভাসা পদ্ম যেমন ।
আহারে জীবন … আহা জীবন !
জলে ভাসা পদ্ম জীবন ।
আহা সংশয় , যা হবারই হয়
বোঝেনা হৃদয় কত অপচয় ,
কনক্রিট মন , মিছে আলাপন
বিসর্জনে ক্লান্ত ভীষণ ।
মেঘে মেঘে জমে আজ বেদনার বাঁধ ,
ঢেউ ঢেউ থেকে থেকে জলে নিলাম ।
আহারে জীবন … আহা জীবন !
জলে ভাসা পদ্ম যেমন ।
আহারে জীবন … আহা জীবন !
জলে ভাসা পদ্ম জীবন ।