মহাপ্রলয়

Spread the love

তাহার সাথে যখন আমার প্রথম কথা হয় তখনি যেন মনের ভেতরে কেমন একটা খোচা লেগেছিল। মনে হল কোন একটা কিছু একটা শুরু হতে যাচ্ছে।  পাত্তা দেইনি। বুঝতে পারি নি কোথায় হারিয়ে যাচ্ছি। আগে জানতাম না প্রেম কি। যখন শুনতাম একজন আরেকজনকে বলছে তাকে ছাড়া বাচবে না তখন হাসি পেত। কিছুতেই মাথায় ঢুকত না একজন কেন আরেকজন কে ছাড়া বাঁচবে না!!! কি আজিব! সেই আমি একদিন তাকে বলেছিলাম আমি তোমাকে  ছাড়া বাচতে চাই না। আমি পারবো না। তখন খুব অবাক লাগল।  আমি এই কথা বলছি!! সিরিয়াসলি!! আবার এক সময় চিন্তা করতাম সত্যি কি আমি তাকে ছাড়া বাচতে পারবো না?  সে যদি কখনও চলে যায়? তখন কি আমি আত্মহত্যা করব? ধুর হালা, অয় তরে জিন্দিগিতে ছাইড়া  যাবে না। নিজেকে সান্তনা দিতাম। হয়ত তখোনি মুঠোফোনে তার পাঠানো ক্ষুদ্র কিন্তু ভিষন ভাবে রোমান্টিক কোন বারতা চলে আসতো। অদ্ভুত একটা আনন্দে চোখ বন্ধ করে ফেলতাম। চিন্তা করতাম এটাই কি স্বর্গসুখ! সত্যি কি আমি এটা অনুভব করছি!নাকি স্বপ্ন সব। ঘুম ভাংলেই চলে যাবে। তাকে আমার পৃথিবির প্রায় সবটা দিয়ে দিয়েছিলাম। খুব বড় ছিলোনা আমার দুনিয়াটা। সবটা জুড়েই ছিল সে। তারপর যখন মহাপ্রলয়ে আমার পৃথিবিটা ধ্বংস হচ্ছিল তখন আমি তাকে আর খুজে পাইনি। সে তখন আমায় ছেড়ে অনেক দূরে। চেষ্টা  করলাম তাকে ফিরিয়ে আনার। ফিরে আসেনি সে। আস্তে আস্তে মহাপ্রলয় থেমে গেল। আমার পৃথিবিটা তখন একটা শুন্য কবরস্থান। আমার আশা আর সব স্বপ্ন গুলোর কবর সেখানে। ভেতর টা অস্বাভাবিক রকমের তেতো এখন। ভয়ংকর রকমের নিস্তব্ধ।  অনেকেই চেষ্টা  করেছে টেনে তুলতে। পারেনি কেউ। পারবেও না। আমিও আর উঠতে চাই না। নিশব্দতার মাঝে ডুবে যাওয়ার মাঝে অদ্ভুত এক প্রশান্তি আছে। সিগারেটের ফিল্টারে ঠোট রেখে চোখ বন্ধ করে সহজেই অন্য কোন জগতে চলে যাওয়া যায়। একটা বাজি জিততে গিয়ে অনেক বেশি হারিয়ে ফেলেছি। 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *