ভাল আছি

Spread the love

স্কুল লাইফের সব চেয়ে ভয়ঙ্কর সময় ছিল বার্ষিক পরীক্ষার সময়টা। একটা সাবজেক্ট এ ফেল করা মানে পরের ক্লাসে উঠা যাবেনা। খুব এ এভারেজ ছাত্র ছিলাম। কিন্তু বার্ষিক পরীক্ষার পরের টাইমটা ছিল অনেক জোস। বাবা লুকিয়ে রাখা মনোপলির বোর্ড , হ্যান্ডগেমস আবার বের করে দিত। কখন ও তিন গোয়েন্দার বই কিংবা রহস্য পত্রিকা। পড়াশোনা ছাড়া সকল কাজেই ছিল অস্বাভাবিক আগ্রহ। কবে যে বড়ো হবো সেই চিন্তা করতে করতে অর্ধেক বেলা কাটতো । কিছু বুঝে উঠার আগেই বড় হয়ে গেলাম। একটু বেশি বড়। রাতে ঘুমুতে যাই হাজার টা টেনশন নিয়ে। যেই ছোট বেলায় বাবার নাক ডাকার শব্দে বিরক্ত হতাম এখন রাত এ সেই শব্দে আসস্ত হই। মনে হচ্ছে লাইফটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। কিছুই করা হল না। নাক, মুখ , পেট ভরতি এখন শুধু হতাশা।

স্বপ্ন ছিল শারলক হোমস আর ওয়াটসন এর সাথে একটা কেস সল্ভ করা, ফেলুদার সাথে একবার কৈলাসে যাওয়া , কিংবা ফিলিয়াস ফগের মতন ৮০ দিন এ বিশ্ব ভ্রমণ করতে বেড়িয়ে পড়া … কোন টাই হবে না আমি জানি । ক্রমাগত কম্পিউটারের কিবোর্ড আর এন্ড্রইড আমাকে গিলে খাচ্ছে।

অতঃপর যখন কেউ আমাকে জিজ্ঞাসা করিবে কেমন আছি তখন মুখে ৩ ইঞ্চির এক খানা হাসি হাসিয়া আমাকে উত্তর দিতে হইবে ঃ ভাল আছি ভায়া !!!!


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *