প্রেম

Spread the love

আমি একটা মিক্সড জেনারেশনের মানুষ। ৯০ এর দিকে জীবনটা পুরাই অন্যরকম ছিলো। ক্যাসেট প্লেয়ার আর বিটিভি ছিল প্রধান মনোরঞ্জনের উৎস। বড় ভাইবোন দের প্রেমের কাহিনী গুলাও অনেক জোস ছিল। মোবাইল, ফেসবুক ইত্যাদি না থাকার জন্য তাদের প্রেম অনেক গভীর আর শক্ত ছিল । কথায় কথায় ব্রেকআপ আর হুকআপ হইত না। বাসায় মুরুব্বীদের নজর এড়িয়ে ল্যান্ডফোনে বেশিক্ষণ কথাও বলা যেত না।ল্যান্ডফোনে ফোন করাও ছিল আরেকটা ইতিহাস। ছোট বোন কে দিয়ে অনেক রিকুয়েস্ট করে প্রেমিকার বাসায় ফোন দেয়ায় তারপর একটু কথা বলার ফুসরত পাওয়া যেত। ওয়ালেটে প্রেমিকার ছবি রাখাটা ক্ষেতামি ছিলনা। প্রেমিকার রাগ ভাঙ্গানো ছিল বিশাল কষ্টের কাজ। নাই ফেবু, নাই মোবাইল কি যে যন্ত্রণা ছিল তবু আমার মনে হয় সেই সময়টাই ছিলো বেস্ট। পাশের বাসার এক আপু প্রেম করতো। উনার ছিল কর্ডলেস ল্যান্ডফোন। একদিন রেডিও টিউন করার সময় আপু আর তার প্রেমিকের কনভারসেশন ধরা পড়লো আমার রেডিও তে। চান্স পাইলেই শুনতাম উনাদের প্রেমালাপ। নিজেরে অনেক বড় বিজ্ঞানী মনে হইত তখন। এখন খুব ইচ্ছা করে ৯০ এ গিয়ে একটা সুন্দর একটা প্রেম করতে। সেটা আর সম্ভব না। নিকোটিনে ভরা বুকে চাপা কষ্ট নিয়েই বেচে থাকতে হবে……


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *