ন্যাংটা

Spread the love

কিছুই ছিল না .. কম্পিউটার্স , আন্ড্রএড ডিভাইসেস , হাই 5 আর ফেসবুক। ক্লাস ৭ এ থাকতে এক বন্ধু কে সফটওয়্যার এর সিডি কিনতে দেখে জিগ্যেস করছিলাম দোস্তো এইটা কি কাজে লাগে? ও আমাকে বুঝাইতে পারে নাই … সারা রাত বাসায় আইসা চিন্তা করসি .. তাও বুঝি নাই। বিনোদন বলতে একটা টিভি সেইটায় কখনো ডিশ থাকতো কখনো থাকতো না .. আর অনেক দিন পর পর একটা তিন গোয়েন্দা এর বই .. কখনই এক নিশ্বাসে শেষ করতাম না … অনেক আস্তে আস্তে পরতাম .. র কিচ্ছু ছিলনা লাইফ এ আর কিচ্ছু না .. কিন্তু ঘুম ছিল রাত ১১ টার পর দুনিয়ার কোন শক্তি আমাকে ঠেকাইতে পারত না ..

আর এখন হাই কনফিগারেশন গেমিং পিসি .. ল্যাপটপ আর আন্ড্রএড এর মাঝে শ্বাস নেই .. একটু মন খারাপ হইলেই BFC গিয়া চিকেন কোপাই .. কত ইংলিশ মিডিয়াম পড়ুয়া মেয়ে এর সাথে flirt করি .. বিনোদন এর মাঝে বিনোদন .. চুস করত কস্ট হয় .. কোনটা রেখে কোনটা নেই । কিন্তু ঘুম হয় না … বিছানায় লেফট রাইট লেফট রাইট করতে করতে ভোরের আল ঢুকে রুমে …

চিৎকার করে বলতে ইচ্ছা করে আমি চাই না এই লাইফটা .. আমার একটা ফোঁটাও ইচ্ছা নাই আর জীবনে সফল হবার .. বরিশাল এর লঞ্চ এ গিয়া বাদাম বিক্রি করব রাতে পার্ক এর বেঞ্চি তে ঘুমাব .. এট লিস্ট একটা সকালে ঘুম থেকে উঠবো কোন স্ট্রেস ছাড়া .. কোন টেনশন ছাড়া .. আমার মাথায় হাত দিয়ে কাক এর বিষ্ঠা পাব … ন্যাংটা এর নাই বাটপার এর ভয় .. খুব ন্যাংটা হইতে ইচ্ছা করছে .. খুব ….


Spread the love

2 thoughts to “ন্যাংটা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *