আমাদের চোখের ক্ষমতায় 1000 x 100 x 100 = 10,000,000 টি রঙ দেখা সম্ভব। তাহলে রেঞ্জের বাইরে ও কি কোন রঙ আছে। অবশ্যই আছে। সেই রঙ গুলো দেখতে কেমন? একবার চিন্তা করলেই থ্রিল লাগে । জন্মান্ধ কেউ কি কোন রঙ কল্পনা করতে পারে? পারার কথা না। আমার মাঝে মাঝে সমুদ্রকে একটা ব্যাংক মনে হয়। যেখানে সবার দুঃখ গুলোরএকটা ভাগ জমা থাকে। সবার কান্না গুলো জমা থাকে সমুদ্রে । সেখানে কি আলদা আলাদা ভল্ট আছে সবার জন্য ? জানি না। থাকতেও পারে কে জানে। তাই দুঃখের রঙ কে সব সময় সমুদ্রের নীল দিয়ে প্রকাশ করা হয়। আকাশ ও তো নীল । কিন্তু সেটা দুঃখের রঙ না। মানুষ তার দুখের সময় গুলই সব চেয়ে বেশি উপভোগ করে। সে জানে না। সুখে যখন থাকে তখন অতীতের কথা মনে করে দুঃখিত হয়। আর যখন দুঃখে থাকে তখন সুখের দিন গুলোর কথা মনে করে আবার দুঃখিত হয়। সবাই বলে অপরের দুঃখ দেখো নিজের দুঃখ থাকবেনা। কিন্তু সবার আগে চোখে পরে ওপরের সুখ। দুঃখ না। তাই থাকুক যার যার দুঃখ তার তার কাছে। দুঃখ বেশি হলে আবার রেখে আসা সেই সমুদ্রে। ফিরে এসে আবার সেই নিজের নরকে প্রবেশ।
ফসিল ব্যান্ড এর একটা গান এর দুটো লাইনঃ-
“নীল রঙ ছিলো ভীষণ প্রিয় ,
তাই সব কিছু নিলিয়ে দিয়ো”