আমি গোলক, আমিই ধাধা
আমি বিপত্তি, আমিই বাধা
আমিই দালাল, ক্রেতাও আমি
আমি সস্তা আবার আমিই দামি
আমি ডাক্তার, আমিই রোগী
আমি বঞ্চিত আবার আমিই ভোগী
আমিই কাল, আমিই মহাকাল
আমি প্রাচূর্য আবার আমি আকাল
আমি শশ্মান আমিই গোরস্থান
আমিই ভারত, আমিই পাকিস্থান
আমায় চেনো আবার চেনো না আমায়
সাধ্য কার যে আমায় থামায়
হাতে আমার রোলেক্স ঘড়ি
গলায় আমার ফাসির দড়ি..।