হার

হার

Spread the love

হার মেনে নিয়ে শূন্য দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থাকারমধ্যে কোন লজ্জা নেই। বিশ্বাস করো, পরাজয় সবাই মানতে পারে না। তুমি স্কটল্যান্ডের লিজেন্ডারি রাজা ব্রুস না যে বার বার আক্রমণ করে একদিন সফল হবে। মাঝে থেকে বেঁচে থাকার ইচ্ছেটাই হয়তো চলে যাবে। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়াই কিছু মানুষের নিয়তি। হার মেনে নিয়ে বাকিটা জীবন কাটানোর জন্য কিছুটা শক্তি সঞ্চয় করে রাখায় কোন দোষ নাই। সবাইকে কে দেখানোর কিছু নাই যে তুমিও পারো। সবাই পারে না। সবাইকে পারতে হয় না। পরাজয়ের তীব্র যন্ত্রণায় কুঁকড়ে আসা বুকটা শক্ত করে মুখে একটা স্মিত হাসি যদি রাখতে পারো ওইটাই তোমার বিজয়। “এক্সসেপশন” কখনো ‘এক্সাম্পল’ হয়না, কোন মোটিভেশনাল স্পিকারকে এটা বলতে শুনি নাই। ভীষণভাবে মধ্যবিত্ত আমি খুব ভাল হারতে জানি। জীবনটা রূপকথা না যে সবসময় হ্যাপি এন্ডিং হবে। এর শেষ টা খুব শোচনীয় হতে পারে। হয়তো ওই পাড়ে ভালো কিছু থাকবে। কে জানে। না পাওয়ার যন্ত্রণা থাকবে, হেরে যাওয়ার জ্বালা থাকবে, মরে যাওয়া স্বপ্নের লাশেরা পড়ে থাকবে চারপাশে, বিষন্নতায় ভরা কোন একটা বিকেল থাকবে হয়তো। বয়েসের সাথে সাথে চোখের জল ও শুকিয়ে যাবে। দিন শেষে তোমার আর কিছু থাক বা নাই থাক , বলার মত একটা গল্প থাকবে কিন্তু ! গল্পটা কাউকে হয়তো মোটিভেট করবেনা কিন্তু সেখান থেকে শিক্ষা নিয়ে কেউ হয়তো জিতে যাবে। সেখানেই তুমিও একটু জিতবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *