মরে যাওয়া শেষ স্বপ্নটার লাশ পড়েছিলো
কোন এক রেলস্টেশনের অন্ধকার কোনে
স্টেশনের আলো ওখানে কখনো পৌঁছায় না
অদ্ভুত লাশটার চোখে কোন পাতা নেই
ঠিক যেন মরা মাছের চোখ
মাঝরাতের নিঝুম স্টেশন
কেউ নেই সেই মৃত স্বপ্নের চোখে একবার চোখ রাখবে
তাতে অবশ্য কিছু আসে যায় না স্বপ্নটার
সেতো মৃত, যখন জীবিত ছিল তখনই কেউ দেখেনি তাকে
আচ্ছা, স্বপ্নটা যার ছিল , সে এখন কই
কি নিয়ে বেচে আছে সে এখন
শেষ স্বপ্নটাও যে মরে গেলো তার
দাফনের পয়সাটাও হয়তো ছিলোনা তার কাছে
তাই ফেলে গেছে এই নিঝুম রেলস্টেশনের কোনায়
চোখের কোনায় তারও জমে হয়তো খুব সামান্য অশ্রু
আবার কোন নতুন স্বপ্ন দেখার সাহস তার আর হবেনা এজন্মে
পরের জন্মের জন্য হয়তো কিছুটা জমা থাকবে
পরের জন্মে হয়তো সে একটা জোনাক হবে
জ্বলবে নিভবে ……জ্বলবে নিভবে …