সোনার জিলাপি

Spread the love

আমি সচারাচর ফুড রিভিউ করি না। সেসব খাবার সবাই খাচ্ছে খেতে পাচ্ছে সেগুলা রিভিউ কইরা কি লাভ। এবার ইন্টারকন্টিনেন্টালের সোনা দিয়ে মুড়ানো জিলাপি খেয়ে ভাবলাম এটার রিভিউ করা উচিত। কারণ সবার অওকাত হয় না সোনার জিলাপি খাওয়ার। অওকাত বলতে শুধু পকেটে মাল থাকাটাই বোঝায় না , কলিজা বড় হইতে হয়। সোনার জিলাপি খাওয়ার কলিজা সবার থাকে না নিজের পকেটের পয়সায় কিনে। যাই হোক ইন্টারকন্টিনেন্টালের সোনা দিয়ে মুড়ানো জিলাপির বিজ্ঞাপন দেখে আমার ভিতরে থাকা জমিদারের পূর্বপূরুষের আত্মা মাথাচড়া দিয়ে উঠলো। কোন চিন্তা না করেই সোনার জিলাপি অর্ডার করে দিলাম ৩ কেজি। ১০ কেজি অর্ডার করার ইচ্ছা ছিলো কিন্তু পকেটের অবস্থা ভালো না থাকায় ৩ কেজি অর্ডার করে সন্তুষ্ট থাকতে হলো। হাতে পাওয়ার পর খুলেই সোনা দিয়ে মুড়ানো জিলাপি দেখে মন টা ভরে গেলো। যারা জানেন না তাদের জন্য বলছি, সোনা খাওয়া যায়। মানে Gold is Edible. যাই হোক টেস্ট ভালোই ছিলো। সোনার স্বাদ আহামরি কিছুনা। কিন্তু আভিজাত্য আছে বিষয়টার মধ্যে। জিলাপির স্বাদ ভালোই ছিলো । সোনা থাকায় স্বাদ বেড়ে গিয়েছিলো। রিভিউ টা একটু লেটে দিলাম। কে জানে সাথে সাথে দিলে হয়তো আমার গু ছেকে সোনা বের করার জন্য বাসার নিচে লাইন লেগে যেত।


Spread the love

One thought to “সোনার জিলাপি”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *