দিন যায় সিগারেটের দাম বাড়ে। দাঁড়ি কিংবা নখও অত স্পিডে বাড়ে না সিগারেটের দাম যত স্পিডে বাড়ে। কমে মোবাইলের দাম, ব্যান্ডউইথের দাম। বাচ্চা বাচ্চা পোলাপানরা উচ্ছনে যাইতেছে মোবাইলে পর্ন আর হাবিজাবি টিকটক ভিডিও বানায় বানায়। দাম বাড়ানো উচিত মোবাইলের, ইন্টারনেটের। বছর দশেক আগেও ইন্টারনেট অনেক ক্লিন ছিলো। বালছাল পোলাপানের কাছে ইন্টারনেট এক্সেস কম ছিলো। কিন্তু যে যা খুশি করুক সিগারেটের দাম কমানোর কোন বিকল্প নাই। নীল স্বপ্নের নেশা করা ছ্যাকা খাওয়া প্রেমিক থেকে শুরু করে চাকরী না পাওয়া বেকারের প্রধান খাদ্য যে বিড়ি। ইকোনমিক্সেও সিগারেটকে লাক্সারী প্রোডাক্ট না ধরে অতীব প্রয়োজনীয় জিনিস হিসাবে বিবেচনা করা হয়। এমনিতেই দেশে বিদেশী বিড়ি ঢুকা বারণ। তার উপরে এমন উচ্চমূল্য। কিন্তু বিড়িখোরের সংখ্যা কমেনা। বিড়ি নাকি অকাল মৃত্যু ঘটায় মাগার গড় আয়ুও বেড়ে চলে। সব কিছু বিবেচনায় বিড়ির দাম কমানো এখন সময়ের দাবি মাত্র।