সময় ভেসে যায় | Somoy Vese Jay | Sweater | Keka Ghoshal | Ranajoy Bhattacharjee

Spread the love

একটা নদী
হঠাৎ যদি
হারিয়ে ফেলে
সাগরের নাও

কোন পাড়ে জল
ছুয়েছে অতল
কেন ছলছল
চোখ বোজা খাম।

মনের মহনা ছেয়ে
যে নদী গেছে বয়ে
হঠাৎ সে ডুবে যায় মনে।

শুধুই জলেরা জানে
কি দারুণ অভিমানে
কেঁদে সে গেছে স্রোত কোণে

সময় ভেসে যায়
ভেসে যায় অচেনায়।
নিজেকে সে হারায়।
ভেসে যায়, ভেসে যায়।

ব্যাথার ঢেউয়েরা তার
একা, একা একার
সময় বয়ে যাওযার অভিনয়।

আজো বুঝেনি কেউ
ঠোটেতে ঝুলিয়ে ঢেউ
প্রতিদিন কত কথা মরে যায়।

শুধু সাগর চেয়ে
যে নদী গেছে বয়ে
কেন সে ঘুম ভেংগে মাটি।

শুধুই ব্যাথারা জানে
কিভাবে যে এ জীবনে
সাথিহীন হয়ে হাটাহাটি।

সময় ভেসে যায়,
ভেসে যায় অচেনায়।

নিজেকে সে হারায় ,
ভেসে যায় ভেসে যায়।

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *