দুনিয়ার শুরু থেকেই একটা শেষ যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। ঈসা (Christ) এবং দাজ্জাল (antichrist) এর মধ্যে হবে শেষ যুদ্ধটা। ইবলিস শেষ সময়ের জন্য প্রস্তুত করছে নিজের বাহিনী। কিন্তু একটা বিষয় আমাকে খুবই ভাবায়। প্রতিটি জায়গায় প্রতিটা জিনিস সেট করা। ইবলিস জানে সে এই যুদ্ধে জয়ী কখনই হতে পারবেনা। ঈসা এর কাছে তার পরাজয় অনিবার্য। কিন্তু সে যুদ্ধ করবে। তার মধ্যে কি জিতার কোন আশাই থাকবেনা ? যদি না থাকে তবে এই যুদ্ধ করার কি মানে? চিন্তা করতেই মাথায় জট পাকায় যায়। সৃষ্টির শুরু থেকে একটা জিনিশ ফিক্স হয়ে আছে। সবাই জানে Christ আর Antichrist এর লড়াই এর ফলাফল। তাও সেটা হবে। শেক্সপিয়ার এর একটা পুরনো কথা খুব মনে পড়ছে। দুনিয়াটা একটা মঞ্চ। সবাই এখানে আসে তার নিজ নিজ পার্ট প্লে করতে। আবার চলে যায়। আমার ছোটো ব্রেনে ঢুকে না। সব কিছু ফিক্স না থাকলে কি হতো। আল্লাহ্ পাক জানেন সব। আমার এই বিষয়ে চিন্তা না করলেও চলবে। কিন্তু আল্লাহ পাক ঠিক ই জানতেন অহংকারী ইবলিস তাঁর অবাধ্য হবে। ইবলিস আর ঈসা এর যুদ্ধ আসলে ভালো ও মন্দের একটা চাক্ষুষ লড়াই। আর সেই দিন যারা কোন পক্ষ না নিয়ে চুপচাপ থাকবে তাদের স্থান হবে জাহান্নাম এর সর্বনিম্ন স্তরে অর্থাৎ তারা হোল মোনাফেক। তবে কি যুদ্ধটা ভালো, মন্দ ও মোনাফেক চিনার জন্য। জানি না মাথায় সব উধভট চিন্তা ঘুরে। খুব দেখতে ইচ্ছা করে সেই যুদ্ধটা। আবার ভয় ও লাগে। কে জানে কপালে আছে কিনা।