একটু মিথ্যে বলতে পারতে আমায়
বলতে পারতে তুমি ফিরে আসবে
বলতে পারতে হয়তো একদিন ভালোবাসবে আমাকে
আমি ঠিকই বুঝে যেতাম তুমি মিথ্যে বলছো
বুঝতাম আমার চোখে রঙিন চশমা
খুলে ফেললেই আবার সেই সাদাকালো পৃথিবী
কিছুক্ষনের জন্য হলেও
সুখের বাঁশির সুর শুনতাম
সুখ সব সময়েই ক্ষণস্থায়ী
দুঃখের সাথেই মানুষের প্রকৃত সংসার
দুঃখের ভারে ন্যুয়ে পড়া হৃদয়কে বহন করতে করতে
কখন যে মৃত্যু এসে কড়া নাড়বে টেরই পাবেনা
আচ্ছা আমরা কি দুঃখ সাথে নিয়ে কবরে যাই?
যদি না যাই তবে দুঃখ গুলো কোথায় যায়, সমুদ্রে ?
তাই বুঝি সমুদ্রের পানি এতো লোনা ….