পারফিউম

Spread the love

তাপ্পি মারা জুতা আর ছেঁড়া জিন্স
ওসব পড়ে তো তোমাদের ড্রইং রুমে বসা যায় না
আমার তো ওটাই ছিলো
আঁটসাঁট স্যুট পড়া ভদ্রলোক যে হতে পারলাম না
তাই বাড়ির বাইরে থেকেই বিদায় নেই
হয়তো এতক্ষনে বুঝে নিয়েছো
ক্ষনিকের ভালোলাগা আর
সত্যিকারের ভালোবাসার তফাৎ
ডোরবেলে হাত রেখেও আর চাপার সাহস হলো না
ভীষণভাবে মধ্যবিত্ত যে আমি
দারিদ্র্যতা যার নিত্যসঙ্গী
শ্যানেল পারফিউমের বদলে আমার গায়ে
সস্তা সিগারেটের গন্ধ
তাই তোমার বাসায় আর আমার
আর এককাপ কফি খাওয়া হলো না
তোমার দেয়া পারফিউমের শিশিটা এখনো যত্ন কর রাখা
তোমার দেয়া কষ্ট গুলোও
সুখের স্মৃতিগুলো খুব যন্ত্রনা দেয়
দুঃখের স্মৃতি গুলো দেয় না
পাওয়ার আনন্দ কিংবা হারিয়ে ফেলার কষ্ট
দুটোতেই অদ্ভুত কিছু মিল আছে
দুটোই কাদায়, চোখ ভিজায়


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *