তোমার জন্য সবে মাত্র স্বপ্ন সাজানো শুরু করেছিলাম
কিন্তু তোমার স্বপ্নেরা এতো এলো মেলো
সাজানোই গেলোনা স্বপ্নদের
তারপর একটা বিরতি নিয়ে শুরু করেছিলাম শব্দচয়ন
তীব্র প্রেমের মহাকাব্য লিখবো বলে
কিন্তু মহাকাব্যে নাকি যুদ্ধ থাকতে হয়?
মৃত্যু কে বরণ করতে হয় নায়কের
প্রেমের চেয়ে বড় যুদ্ধ আর কি আছে?
কিন্তু আমাদের কাহীনিতে নায়ক কে?
বুঝলাম মরে যাওয়া বিবর্ণ স্বপ্নটাই নায়ক
চলে গেলে তুমি তোমার রাস্তায় আর আমি আমার
মাঝে পড়ে থাকলো শুধু একটা বিবর্ণ স্বপ্ন
আর আমার মহাকাব্যের পান্ডুলিপি টা