দুলছে হাওয়ায়
না না না ফুল নয়
দখিনা বাতাসে
এ নাগপাশে সময় নয়
দুলছে হাওয়ায়
না না না ফুল নয়
দখিনা বাতাসে
এ নাগপাশে সময় নয়
খোলা বারান্দায়
এ নির্জনতায়
সিলিং-এর বন্ধনে
মাটির ব্যবধানে
দুলছে স্খলিত বসনায়
নীলাঞ্জনা
প্রেমিকের স্পর্শ
আনবে না শিহরণ
আর ঐ মনে
কেয়ারঅফ ফুটপাথ
নচিকেতা দুটি হাত
শুন্যে ছুঁড়বে ফাঁকা আস্ফালনে
উড়ছে মাছি
না না না ভোজ নয়
সে আজও একা তাই
ঘিরে মাছিরা-ই রয়
খোলা বারান্দায়
এ নির্জনতায়
সিলিং-এর বন্ধনে
মাটির ব্যবধানে
দুলছে স্খলিত বসনায়
নীলাঞ্জনা
লাশকাটা ঘরে যদি
চেরা হয় তার বুক সঙ্গোপনে
দেখবে সেখানে রাখা
বিবর্ণ এক মুঠো স্বপ্ন যতনে
যে স্বপ্ন কোনো কিশোরের দেয়া উপহার
গানের ভাষায়
যে স্বপ্ন প্রথাগত মিথ্যে কপট
সংসারের আশায়
এখন সময়
না না না রাত্রি নয়
সে আজ জীবন রাত্রি
পেরিয়ে গেছে হায়
খোলা বারান্দায়
এ নির্জনতায়
সিলিং-এর বন্ধনে
মাটির ব্যবধানে
দুলছে স্খলিত বসনায়
নীলাঞ্জনা