একটা কাঁটাতারের বেড়া দিয়ে কি করে বলা যায় আমার পাশের মাটি তোমার মাটির চেয়ে পবিত্র !!! দেশপ্রেমটা আসলে কি? পাঠ্যপুস্তক থেকে শুরু করে নাটক, সিনেমা সবখানে দেশপ্রেমের যেই সংজ্ঞা দেয়া হয় সেটা কতটুক যৌক্তিক ? আমাদের কক্সবাজার আছে যেখানে পৃথিবীর সব চেয়ে বড় সমুদ্র সৈকত। আমাদের গর্ব। আচ্ছা কোনদিন যদি চিটাগাং বাসী আন্দোলন ও যুদ্ধ করে আলাদা হয়ে যায় তাহলে কি তখন আমরা তাদের গালি দিব ? এখন যেমন ভারত আর পাকিস্তানকে দেই? ব্রিটিশরা উপমহাদেশে আসার আগে সবাইতো একসাথেই ছিলাম। তবে এখন কেন ভারত কে রেন্ডিয়া আর পাকিস্তান কে কাঙ্গালিস্তান বলে গালি দেই? কেন সামান্য এক কাঁটাতারের বেড়া বলে দিবে কে আমার চেয়ে ভাল কিংবা খারাপ? জন্মস্থানের প্রতি মানুষের ভালবাসা জন্মগত। কিন্তু একরোখা দেশপ্রেম মানুষকে অন্ধ করে দেয়। ছোটবেলায় সবাই পড়েছি একটা হাদিস “দেশপ্রেম ঈমানের অঙ্গ”!! কিন্তু কয়জন যানি এটা একটা জাল হাদিস যার কোন রেফারেন্স নেই? কেন দেশপ্রেম নিয়ে এমন একটি হাদিসের অবতরনের প্রয়োজন পড়লো? কি উদ্দেশে ?
Divide and rule … Divide and rule