আমি একজন দুঃখী মানুষের সাথে কথা বলতে চাই
ক্রমাগত হেরে যাওয়ার কষ্টে পুড়তে থাকা
মুখে সর্বদা একটা মলিন হাসি লেপটে থাকে
কান্না অনায়সে গিলে যে বলতে পারে ভালোই আছি
তার কথাগুলো আমি শুনতে চাই
যদিও দুঃখগুলো তার একান্তই ব্যাক্তিগত
তার ওয়ালেটে থাকা পোস্ট না করা চিঠিটা পড়তে চাই
যেই চিঠিতে থাকবে চোখে জলে মলিন হয়ে যাওয়া কিছু অক্ষর
এই শহরে আমার মতই হয়তো সে খুঁজে ফেরে কোন বন্ধু
রমনা পার্ক ধরে হাটতে হাটতে হয়তো
সে ভাবে তার ফেলে আসা অতীতের ফেলে আসা প্রেমের কথা
প্রিয়তমাকে ছল ছল চোখে চলে যেতে দেখেছিলো
অস্ট্রেলিয়া প্রবাসী কোন সুদর্শন পাত্রের সাথে
হেরে যাওয়াকে খুব সহজেই নিজের নিয়তি বলে মনে নেয়া
খুব সহজ কাজ নয়
অথচ জীবনে এই কাজটিই সে সবচেয়ে সহজে করতে পারে
ঘরে ফিরেই ময়লা বিছানাটায় শুয়ে
শূন্য চোখে সিলিঙের দিকে তাকিয়ে থাকতে পারে রাতভর
হাতে নিয়ে সস্তা কোন সিগারেট ……