ডিজনি (Disney) কম বেশি সবার কাছে পরিচিত তাদের শিশুতোষ কমিক্স আর চরিত্র গুলোর জন্য। কিন্তু ডিজনির মুভি এবং কার্টুনের চরিত্রগুলো আর সেগুলার উপস্থাপনা কততুকু শিশুতোষ? অস্বাভাবিক আর ভয়ঙ্কর যৌনতা লুকিয়ে থাকে ডিজনির অনেক কাজেই। ডিজনির বিউটি অ্যান্ড দ্যা বিস্ট স্টোরিলাইন গোপন যৌনতার ইঙ্গিতে পরিপূর্ণ। আলাদিনের কার্টুন আমরা কম বেশি সবাই দেখেছি। কিন্তু খেয়াল করলে দেখা যাবে এখানে প্রায় প্রতিটি নারীকেই আইক্যান্ডি হিসাবে উপস্থাপন করা হয়েছে। এমনকি আলাদিন মুভিতে এক ঝাক পতিতাও দেখানো হয়েছিল। অথচ এটা নাকি শিশুদের জন্য উপযোগী !! স্নো হোয়াইটের স্টোরিলাইন ও আমাদের সবার জানা। ঠাণ্ডা মাথায় চিন্তা করে দেখুন একটা মেয়ে সাতটা পুরুষের সাথে জঙ্গলে একা একা থাকে। না এটা স্বাভাবিক না। The Great Mouse Detective মুভিতে দেখা যায় একটা নীল জামা পড়া মাউস কে স্ট্রিপ টিজ করতে! ডিজনির অসংখ্য মুভি আর কার্টুনে ‘SEX’ শব্দটা পরিস্কারভাবে দেখা যায়।
দ্যা লায়ন কিং সিনেমার একটা সিনে আকাশে ফুটে ওঠে ‘SEX’ শব্দটা। দ্যা লায়ন কিং এর পোস্টারে ভাল মতো তাকালে আপনার চোখে ফুটে উঠবে একটা বিকিনি পড়া মেয়ের অবয়ব। ডিজনি সব সময়েই পরোক্ষ যৌনতাপূর্ণ কার্টুন আর মুভি তৈরি করে থাকে। আসলেই কি শিশুদের বিনোদনে কোন যৌনতার প্রয়োজন রয়েছে?