2248705010_a5c4ed60aa

ঘুম, কষ্ট ও অন্যান্য

Spread the love

আমি চাইনি কখনো জিততে
তবু হয়েছি হিস্যা অসংখ্য প্রতিযোগিতার
চুপ চাপ দাঁড়িয়ে দেখে গেছি অন্যের বিজয়োল্লাস
হিংসা হয়নি, হয়েছি ত্যাক্ত, বিরক্ত
বার বার ফিরে যেতে চেয়েছি ফেলে আসা শৈশবে
যেখানে দৌড়ে পার পার হয়ে যেতাম সবুজ মাঠ
সকাল বেলা কুয়াশা ভেজা মাটি থেকে কুড়াতে চেয়েছি বকুল ফুল
বিকেল বেলায় দু’টাকার চীনাবাদাম
সন্ধ্যেয় বাবার বকা খেয়ে সোজা টেবিল চেয়ারে
রাতে ঘুমের আগে চোখ বন্ধ করলেই জগতটা আমার
সেখানে আর কেউ রাজত্ত্ব করতে পারে না
রাজকার্য পরিচালনা করতে করতে কখন যে এক গাদা ঘুম চলে আসতো
এখন তো ঘুমও কিনতে হয় চড়া দরে
ডাক্তারের প্রেসক্রিপশন হাতে ফার্মেসিতে পাতা পাতা ঘুম কিনি
তারপর বিছিনায় তেতো হয়ে যাওয়া জিহবায় দাত ঘষি
টাকায় সব কিনতে পাওয়া যায়, ঘুম, সুখ, টিয়া, ময়না সব
তবে আমি কেন সুখি নই?
কারন সুখ যে চড়া দামে বিকোয় , অত টাকা যে নেই!
এমন কোন ব্যাঙ্ক কি আছে, সুখ কিনতে লোন দেয়?
দিলেও বা কি আসে যায়, লোন শোধ করার সামর্থ্য ও যে নেই
চিন্তা করি কি করার সামর্থ্য আছে আমার?
দুই লাইন অখাদ্য ছাইপাশ কবিতা লিখা ছাড়া ?
রাত যত বাড়ে সিগারেটকে তত বেশি আপন মনে হয়
দীর্ঘশ্বাসটা এখন আগের চেয়েও লম্বা
কষ্ট গুলো এখন অনেক পরিপক্ক
আর আগের মতন কথায় কথায় কাঁদায় না
একটা মানুষের জীবনে সব চেয়ে আপন থাকে তার কষ্টগুলো
চাইলেই কষ্ট পাওয়া যায় না, চাইলেই কষ্টেরা চলে যায় না
রক্তের সাথে বয়ে চলে শিরায় শিরায়, ধমনিতে ধমনিতে,অবিরাম, চিরকাল ……


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *