সমাজের সংজ্ঞায় সফল মানুষেরা কবি হয় না
তারা হয় বূর্জোয়াদের ভাগারের ময়লাখোর কুকুর
গলায় টাই আর ফুল স্লিভ শার্টের কারাগারে বন্দী
কবি হতে হলে নদীর মত হতে হয়
কবি হতে হলে নদীর নাম জানতে হয়
শিখতে হয় মিসিসিপি নদী আর নীলনদের পার্থক্য
শুধু বসন্তের কোকিল চিনলেই হয় না
বুঝতে হয় ডাস্টবিনের কাকের ডাকের মানে
পুষতে হয় প্রথম প্রেম হারানোর যন্ত্রণা
যন্ত্রণারা জন্ম দেয় বিশুদ্ধ কবিতার
কষ্টেরা পরিশুদ্ধ করে কবিকে
কবি কখনো কবিতার জন্ম দেয় না
কবিতা জন্ম দেয় কবির