কপালের ভাঁজে গাড়ি চলে সারারাত
চাকার আঘাতে খানিকটা উঁচু নিচু
অহঙ্কার টা চিরদিন ই রয়ে গেল
তাই চোখের আড়ালে থেকে গেল কত কিছু
কারোর পায়ের শব্দ আমি মনপ্রাণ দিয়ে চাইছি
নিশ্বাস তুমি ফিরে যাও, আমি যন্ত্রনা ভালবাসছি
তাই ঝড়ের কাছাকাছি এই কাতর বিবরণ
এরপরেও জেগে থাকে এই পাথরকুচি মন
কপালের ভাঁজে গাড়ি চলে সারারাত
ছটফট করে কাটা ঘড়িগুলো ধারালো সুতোর চিৎকার
নিস্তেজ আমি বসে থাকি কোনো দ্রুতগামি রেল কবেকার
তাই আমার গলা ভেঙ্গে এই কাতর বিবরণ
আর ঝড়ের কাছাকাছি এই পাথরকুচি মন
কপালের ভাঁজে গাড়ি চলে সারারাত
চাকার আঘাতে খানিকটা উঁচু নিচু
অহঙ্কার টা চিরদিন ই রয়ে গেল
তাই চোখের আড়ালে থেকে গেল কত কিছু।