আমরা কখনো চিন্তা করেছি যে আমরা প্রতিদিন কতো হাগু করি, আসলে এতো হাগু কই যায় ? এইটা অবশ্যই মাথায় আসার কথা। লাখ লাখ টন হাগু আসলে যায় কই ? যাদের মাথায় এই চিন্তা এসছে তারা এখন আমার স্ট্যাটাস পড়ে খুশি হবেন কেননা আমি জানতে পেরেছি আসলে এতো হাগু কই যায়। সাত মসজিদ রোডের নিচে দিয়ে বয়ে বিশাল বড় নদীর মতন এক সুয়ারেজের লাইন। এইটার শেষ মাথা নারায়ানগঞ্জের পাগলা তে। প্রায় সব এরিয়া এর গু এর লাইন এই সুয়ারেজের লাইন এর সাথে যুক্ত। পাগলা তে ৫ টা পাশাপাশি পুকুর রয়েছে এই গু মিশ্রিত পানি রিফাইন করার জন্য। ৫ লেয়ারে পরিশোধনের পর পানিটাকে বুড়িগঙ্গা তে রিলিজ করে দেয়া হয়। আর বাকি হাগুর কঠিন অংশ নাকি বিক্রিও হয়। হায়রে কপাল নিজের গু টাও নিজে বিক্রি করতে পারিনা। বাঙালি কতো অসহায়। আফসস ……