আমি বাংলায় মাড়া খাই
আমি ঢাকার জ্যামের মাড়া খাই
আমি আমার আমিকে চিরদিন এই শহরের পচা গলিতে খুঁজে পাই
আমার বাংলায় ভাঙ্গে স্বপ্ন
আমার বাংলায় কান্নার সুর
আমি এই বাংলার কানা গলিতে হেঁটেছি এতটা দূর
বাংলা আমার মাড়া খাওয়ার ইতিহাস
বাংলা প্রাণের দুখ
আমি একবার মাড়া খাই, বারবার মাড়া খাই,মাড়া খাই করে নত মুখ
আমি মাড়া খাওয়ার কথা কই
আমি মাড়া খেতে খেতে কথা কই
আমি মাড়া খেয়ে হাসি, মাড়া খেয়ে কাশি, মাড়া খেয়ে জেগে রই
আমি মাড়া খেয়ে মাতি উল্লাসে
আহত হয়ে করি হাহাকার
আমি জোরে জোরে মাড়া খেয়ে করি বাংলায় চিৎকার
বাংলা আমার কষ্টের নিশ্বাস
একটা ছেড়া ধনুক
আমি নিজেও দেখি না, কাউকেই দেখাই না, মাড়া খাওয়া মুখ
আমি বাংলায় ঘৃণা করি
আমি বাংলার সব আবালদের ঘৃণা করি
আমি মাড়া খেতে খেতে এই বাংলাতেই বারবার মরি
আমি এই বাংলার সব কিছু বরন করেছি তীব্র ঘৃণায়
দূষিত জল বয়ে চলে বঙ্গোপসাগরে আর পদ্মায়
বাংলা আমার চোখের জল
গোল্ডলিফের শেষ টান
আমি আর গাবোনা, কখনো গাবোনা , গাবোনা বাংলার গান।