Movie Name: The Fountain
Director: Darren Aronofsky
Starring: Hugh Jackman, Rachel Weisz
Genre: Drama, Sci-Fi
IMDB Rating: 7.3
সালটা ছিল ২০০৭। বাসায় প্রথম একটা ব্রডব্যান্ড ইন্টেরনেট লাইন নেই। তার আগে ডায়াল আপ লাইন ব্যাবহার করতাম। শুধুমাত্র চ্যাট আর হাল্কা পাতলা ব্রাউসিং ছাড়া অন্য কিছু করার কথা চিন্তাও করতে পারতাম না। বন্ধুদের কাছে শুনে শুনে মুভি ডাউনলোড করতে ইচ্ছা করতো। ব্রডব্যান্ড নেয়ার সাথে সাথে খুব এক্সসাইটেড ছিলাম। স্পিড ছিল ৬৪ কেবি তার মানে মাত্র ৮ কিলোবাইট। মুভি ডাউনলোড করার জন্য তখন খুব জনপ্রিয় ছিল লাইমওয়্যার। এখনো জনপ্রিয় থাকতো যদিনা আমেরিকান সরকার এটাকে অবৈধ ঘোষনা করে বন্ধ করে দিত। যাই হক একটা ৭০০ এমবি এর মুভি ডাউনলোড করতে ২ দিন কখনো কখনো ৩ দিন ও লেগে যেত। অনেক হিসাব করে মুভি নামাতাম। আর যেই মুভি ই নামাতাম খুব মনোযোগ দিয়ে দেখতাম। কত জঘন্য জঘন্য মুভি যে দেখসি তখন শুধু মাত্র কষ্টও করে নামাইসি বলে। এক বার নামিয়ে ফেললাম The Fountain মুভি টি। মুভি দেখা শুরু করেই বুঝলাম এটা আমার লেভেলের মুভি না। খুবই কঠিন মনে হচ্ছিল। আগা মাথা কিছুই বুঝতে পারছিলাম না। অনেক বার দেখার চেষ্টা করে রেখে দিলাম। বন্ধুদের ও দিলাম কিন্তু কেউ ই শেষ করতে পারলোনা। ২০০৮ সালে কিছু রিভিউ পড়ে আবার দেখতে বসলাম। শেষ করলাম। আমার চোখে মুখে তখন অদ্ভুত ঘোর। Sci-Fi, Spiritual, Drama, Romance সব গুলো বিভাগে আমার দেখা তখনো সেরা মুভি এটা। Hugh Jackman আর Rachel Weisz এর অসাধারণ পারফরমান্স। কিন্তু মুভিটা সবার জন্য না। আপনার ধৈর্যের সত্যিকার পরীক্ষা নিবে মুভিটা। তিনটা গল্প প্যারালালি দেখনো হয়েছে মুভিটায় (বলা ভালো প্যারালাল লাইফ )। তিনটা গল্পতেই Hugh Jackman কে অমরত্বের খোজে ছুটতে দেখা যায়। একটা স্টোরিতে Hugh Jackman এখন বিজ্ঞানী থাকে যিনি তার মৃত্যু পথযাত্রি অসুস্থ প্রিয়তমার জন্য অমরত্বের ফর্মুলা খুঁজতে থাকেন। যিনি বিশ্বাস করেন “Death is a disease and there is a cure “. আরেকটা স্টোরি তে Hugh Jackman কে দেখা যায় একজন সেনাপতির ভূমিকায় যিনি উনার রানীর জন্য একটা গাছের খোজে বেরিয়ে পরেন যেই গাছের রস অমরত্ব প্রদান করতে সক্ষম। আর তৃতীয় গল্পটা যদি দেখেন তাহলে নিজ দায়িত্বে বুঝে নিয়েন। বিজ্ঞানী Hugh Jackman কি পেরেছিলেন তার প্রিয়তমাকে বাচাতে কিংবা যোদ্ধা Hugh Jackman কি খুঁজে পেয়েছিলেন সেই অমরত্বের গাছ? উত্তর জানতে চাইলে ঝটপট দেখে ফেলুন মুভিটা। চোখে হয়ত দু এক ফোটা জল এনে দেবে। আর হা মুভিটায় পাবেন অসাধারণ কিছু ভিসুয়াল ইফেক্ট।
Some of my favorites quotes from this movie:
Death as an act of creation.
Death frees every soul.
What if you could love forever?
Death is the road to awe.