কৃষিকাজ

আমার রুট টা একবারে গেরস্ত। কাকা চাচা সবাই কৃষিকাজ করে। আমার দাদাজান নাকি পড়াশোনা করা একবারেই পছন্দ করতেন না। আব্বায় লেখা পড়া করতে নাকি বাড়ি পর্যন্ত ছাড়ছিল। ছোট বেলায় এসব যখন শুনতাম মেজাজ খারাপ হইত। মনে হত দাদার সাথে যদি দেখা হইত ইচ্ছা মতন ঝারতাম। শালা মূর্খ বইলা কি সবাইকেই মূর্খ থাকতে হবে ? এত সুন্দর শহুরে জীবন। তা বাদ দিয়া গেরামে মাঠে ঘাটে কাজ? সিরিয়াসলি ? টিভি নাই, মুভি নাই, বার্গার নাই এমন একটা লাইফ !! মনে মনে কইতাম আল্লাহ বাচাইসে বাপে আমার পড়ার লেইগা ঘর ছাড়ছিল। রঙিন ছিল সব। বুঝতে সময় লাগলো। আসল রঙটা দেখলাম , একটু দেরিতেই। আমার দাদা যা বুঝেছিল ৬০ বছর আগে সেটা উপলদ্ধি করলাম। অল্প একটু অর্থ, সামান্য বিনোদন, আর একগাদা রঙিন স্বপ্নের (মরিচিকা বলাই ভাল) বিনিময়ে সুখটাই ছিনিয়ে নিয়েছে এই শহুরে জীবন। Read More