আপনি যদি ২ বেলা পেট ভরে খেতে পান তাহলে আপনি “XXXXXXXXXX” জন মানুষের চেয়ে সুখি। যদি আপনার হাত, পা ও মাথা চালু থাকে তাহলে আপনি “XXXXXXXXXX” জন মানুষের চেয়ে বেশি সুখি। যদি আপনার মাথার উপরে ছাদ থাকে তাহলে আপনি আরও “XXXXXXXXXX” জন মানুষের চেয়ে সুখি। যদি আপনার কোন বড় অসুখ না থাকে তাহলে আপনি আরও “XXXXXXXXXX” জন মানুষের চেয়ে বেশি সুখি। হিসাব করতে করতে দেখা যাবে আপনি দুনিয়ার সব চেয়ে সুখি মানুষ। আসলেই কি তাই ? আপনি কি আসলেই দুনিয়ার সব চেয়ে সুখি মানুষ ? কখনোই না। কারন আপনি সুখি নন বলেই কোন এক গর্দভ এই বালের কথা গুলো বলে আপনকে সুখি করতে চাচ্ছে। সেই সব চেয়ে সুখি যার আশা আছে। বলা হয় hopeless মানুষের জন্য সব চেয়ে বেস্ট মুভি হোল The Shawshank Redemption. আমি মুভিটা অসংখ্যবার দেখেছি। প্রতিবার হোপ পাইছি কিন্তু যেটা ২ দিন ও টিকে নাই। তারপর ও ওই আজাইরা বালের নাম্বার গুলার চেয়ে এই মুভি টা দেখার উপদেশ দেন কাজে লাগবে একটু হলেও। হোপ না থাকার সাথে যখন একাকীত্ব যোগ হয় তার উপর সোনায় সোহাগা আর হয় না। জীবন টা তখন হয় একটা ৮০ কেজি ওজনের বোঝা আর মানুষটা হয় একটা ভারবাহী গাধা। যার সাহস আছে সে বোঝাটা ফালায় মুক্তি পায় আর আমার মতন বোকাচোদারা সারা জীবন বোঝাটা টাইনা যায়।