এই পোস্টটি শুধু মাত্র DC Comics এর ফ্যান দের জন্য। ছোট বেলা থেকেই Justice League এর কার্টুন দেখে কিংবা BTV তে সাদাকালো Batman এর সিরিজ দেখে DC এর ফ্যান হয়েছিলাম। কিন্তু কখনো কমিক্স কিনে পড়া হয়নি কারণ অরিজিনাল কমিক্স কিনে পড়ার অওকাত ছিলো না। তাই ঝুঁকে পড়ি DC এর Animated Series & Movies এর দিকে। বিশ্বাস করুন আর নাই করুন সত্যিকারের কমিক্সের ফ্লেভার লাইভ একশন মুভি তে ভালো পাওয়া যায় না। তাই DC এর কোন Animated Movie/Series মিস দেই না। আমার দেখা বেস্ট Animated DC গুলার একটা লিস্ট করলাম। সব গুলা মুভির রিভিউ দেয়া সম্ভব না তাই কিছু কিছু মুভি নিয়ে বলছি। আপনি যদি ব্যাটম্যানের ফ্যান হন তাহলে Batman: The Dark Knight Returns, Part 1 (2012) ও Batman: The Dark Knight Returns, Part 2 (2013) এই দুটো মুভি আপনার জন্য মাস্ট ওয়াচ। মুভিতে ব্যাটম্যানের ফাইটিং কৌশল এবং বুদ্ধিমত্তা আপনাকে মুগ্ধ করবেই। শেষ পার্টে রয়েছে সুপারম্যানের সাথে ক্লাসিক্যাল লড়াই। সুপারম্যানের All-Star Superman মুভিটি দেখতে পারেন। মুভিটায় আছে খুবই সুন্দর একটা স্টরিলাইন। লেক্স লুথার চরিত্রের গভীরতা বোঝা যায় এই মুভিতে। Flashpoint Paradox এর স্টরিলাইন নিয়ে তো নতুন করে বলার আর কিছু নেই। Justice League: Gods and Monsters মুভিটায় আরেক ডাইমেনসনের Justice League কে দেখতে পারবেন যারা এই পৃথিবীর Justice League এর চেয়ে অনেক বেশি ব্রুটাল আর Read More