IMG_8772-1

প্রেম, কবিতা ও যুদ্ধ

আমি তো চেয়েছিলাম প্রেমিক হতে
যে কিনা প্রেমিকার জন্য অনায়সে
বাজি রাখতে পারে তার পুরো দুনিয়া
নিঃস্ব হয়ে যেতে পারে পরের মুহূর্তেই
কিন্তু তোমরা বললে
বাস্তবতার সামনে নাকি প্রেম টিকে না ?
শুধু গল্প কবিতাতেই
এমন প্রেম খুঁজে পাওয়া যায়, বাস্তবে না
এমন প্রেমিকরা বাস করে বোকার স্বর্গে
তাই আর প্রেমিক হতে গিয়েও হলাম না

তারপর হতে চেয়েছিলাম কবি
কিন্তু তোমরা বললে আমার কল্পনায় জোর নেই
অন্তঃশব্দে মিল নেই , আর
কবিদের নাকি দুই বেলা ভাত জুটে না?
তাই কবিও হওয়া হলো না আমার

এর পর বেজে উঠলো যুদ্ধের দামামা
ভাবলাম তবে যোদ্ধা হই
যে হাতে কিনা প্রেমিকার জন্য ফুল থাকার কথা
নয়তো কথা ছিলো আটোগ্রাফ দেবার জন্য
নীল রঙের কলম থাকার
সেই হাতে তুলে নিয়েছিলাম কোলাসনিকভ
গুলিতে ঝাজড়া করে দিয়েছিলাম
শত শত্রুসেনার বুক
তারপর ফিরে এসেছিলাম তোমাদের মাঝে
ভেবেছিলাম আমাকে বরণ করে নিবে
ঠাই দেবে তোমাদের মাঝে
(অসমাপ্ত)