যে সব ভাই বোনেরা এই ৪০ ডিগ্রি তাপমাত্রায় হাজার বছরের সংস্কৃতি রক্ষায় মাঠে ড্রাগন আর ভাল্লুক নিয়ে নেমেছেন তাদের পহেলা বৈশাখের শুভেচ্ছা। আমার মনে হয় আপনাদের অ্যাপ্রোচে কিছু পরিবর্তন আনা উচিত। যেমন হাজার বছরের বাঙ্গালি গল্পে শাকচুন্নির প্রভাব লক্ষ্য করা যায়। সেক্ষেত্রে আপনারা বাঘ, ভাল্লুক ফিগারের সাথে একটা শাকচুন্নির ফিগার অ্যাড করে নিলে বিষয়টা জমে ক্ষীর হবে। ড্রাগন কিংবা ভাল্লুক টাইপ জিনিস পাতি আমদের বাঙ্গালি কালচারে কখনো নজরে পরে নাই। সেক্ষেত্রে আপনরা আমাদের আরও কিছু লোকাল ভূত অ্যাড করতে পারেন যেমন স্কন্ধকাটা/কন্ধকাটা, মামদো-ভূত, কানাভূলো, ডাইনি, ব্রহ্মদৈত্য / ব্রহ্মপিশাচ, আলেয়া, মেছোভূত, গেছোভূত, পেত্নী ইত্যাদি। অবশ্য হিসাবে ভুল না হলে এই রোদে পুইড়া অনেকেই পেত্নী আর ডাইনী হইয়া গেছেন। যাই হোক শুভ নববর্ষ।