Roddur Esechilo।। রোদ্দুর এসেছিল।। বাউন্ডুলে।। Baundule।। বাংলা কবিতা।। Bengali Poem

Spread the love

ভীষণ গুমোট গ্রীষ্ম দিনে মেঘ খুঁজতে গিয়ে
শুনতে পেলাম মেঘের নাকি শ্রাবণ মাসে বিয়ে
আমার আবার শ্রাবণ মাসে ভীষণ রকম ভয়
প্রতিদিনই নিয়ম করে মন কেমন হয়
সারবে কি সে ভালো মত ওসব মেঘ জানতো,
বলার আগেই আসার সময় বৃষ্টি সাথে আনতো।
অভিযোগ নেই, তবুওতো খোঁজ রাখলে পারতো
কত গুমোট গ্রীষ্ম দিন অবলীলায় হারতো
যে পাড়াতে মেঘের বাড়ি যেখান থেকে আসতো
যেখান থেকে সংগোপনে আমায় ভালোবাসতো
শুনছি গিয়ে এখন নাকি অন্য কোন পাড়ায়
লোক দেখিয়ে ঝরতে পারে ভীষণ মুষলধারায়
ফিরছি যখন, শুন্য আকাশ ডেকে বলেছিল
দেখা হলে বলে দিবো রোদ্দুর এসেছিলো


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *