Kishkindha Kaandam

Kishkindha Kaandam (2024) – স্লো বার্নিং ইমশোনাল মিস্ট্রি থ্রিলার

Spread the love

স্লো বার্নিং ইমশোনাল মিস্ট্রি থ্রিলার  Genre  তে জাপানিজ সিনেমা  আর মালায়লাম মুভি গুলার আসলেই কোন জুড়ি নাই। Kishkindha Kaandam (2024) শেষ করার পর মনে হচ্ছে একটা অদ্ভুত বিষন্ন উপন্যাস পড়লাম। এক কগনিটিভ ইম্পেয়ারমেন্ট পেশেন্ট যে কিনা তার ভুলে যাওয়া আর বদমেজাজের সমস্যার জন্য আর্মি থেকে চাকুরিচ্যুত হয়। তার একটা লাইসেন্সড পিস্তল হারিয়ে যাওয়া, রহস্যময় চলাফেরা সন্ধেহের সৃষ্টি করে তার পুত্রবধূর  মনে। বানর অধ্যুষিত রিজার্ভ ফরেস্টের কাছে ছোট্ট একটা জনপদে পূত্রবধুটি নিজের মত অনুসন্ধান শুরু করে।

তদন্তের এক পর্যায়ে, তিনি আবিষ্কার করেন যে তার স্বামীর আগের বিয়ের একটি সন্তান রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিল। এই গ্রাম্য জীবনের সহজ-সরল চেহারার পেছনে লুকিয়ে থাকা গভীর সত্যগুলো একে একে সামনে আসতে শুরু করে। এই ইনভেস্টিগেশিনের সময় তারা এমন কিছু সত্যের মুখোমুখি হয় যা তাদের নিজেদের জীবন এবং সম্পর্ককেও প্রশ্নবিদ্ধ করে।

জীবনের স্বাভাবিকতার মধ্যে লুকিয়ে থাকা রহস্য, মানবিক অনুভূতি, এবং অতীতের কষ্ট গুলো প্রতিফলিত হয় সিনেমার অন্তে। রিটায়ার্ড আর্মি অফিসারের পুত্রের চরিত্রে আসিফ আলী কে ১০০ তে ৯৯ দেয়া ভুল হবে না। বদমেজাজী বাবাকে সামলানো, অতি কৌতুহলী বৌ কে নিয়ে তিতা কিছু সত্যের সম্মুখীন হওয়ার সময় ইমোশনাল সিন গুলাতে ন্যাচারাল অ্যাক্টিং চোখে পরার মত। ক্রমাগত স্মৃতিশক্তি হারাতে থাকা একজন মানুষের লিখে লিখে মনে রাখার চেষ্টা,  একটা ইনভেস্টিগেশন প্রতিদিন নতুন করে শুরু করা ক্ষনিকের জন্য হলেও দর্শক কে ক্রিস্টোফার নোলানের  memento এর কথা মনে করাবে।

Truths that do no good for anyone,  Let them be reduced to ashes…


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *