জানেন কি সবচেয়ে বেশিদিন ধরে চলা সাই-ফাই টিভি শো কোনটি ? Doctor Who. বিবিসির অসম্ভব জনপ্রিয় একটি শো এটা। Doctor Who প্রথম দেখানো হয় ১৯৬৩ সালে। একে একে সম্প্রচারিত এর ২৬ টি সিজন। ১৯৮৯ শালে অবশেষে কিছুদিনের জন্য থেমে যায় এটার সম্প্রচার। তার পরও কিছু টিভি মুভি তৈরি হয়। Doctor Who পুনরায় সম্প্রচার শুরু হয় ২০০৫ সালে। এটার সম্পর্কে অনেক কিছু পড়ার পর তীব্র আগ্রহ সৃষ্টি হয় দেখার জন্য। কিন্তু ১৯৬৩ সালের সাদাকালো Doctor Who দেখার সাহস হয়নি। তাই ২০০৫ সালের Doctor Who দিয়ে দেখা শুরু করলাম। প্রথম দুই-তিনটা এপিসোড দেখে আর ভালো না লাগায় অফ করে দেই। খুব গাঁজাখুরি, আর কেমন যেন লাগলো। কিন্তু মনের মদ্ধে খচ খচ থেকে গেল। কেন এটা পৃথিবীর সেরা সাই-ফাই শো গুলার একটা ? আবার শুরু করলাম। মন্ত্র মুগ্ধের মতন শেষ করলাম ৭ টা সিজন। অসম্ভব ভালো লাগলো। Doctor Who এর প্রধান চরিত্র একটা এলিয়েন। সে দেখতে মানুষের মতন। তার নিজের জাতি একটা যুদ্ধে সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যায়। প্রচণ্ড একাকীত্ব থেকে সে চলে আসে পৃথিবীতে। পৃথিবীকে বিভিন্ন মহাজাগতিক বিপদ থেকে সবার অজান্তে রক্ষা করে চলে। তার একটি অদ্ভুত স্পেসশিপ আছে। সেটা দিয়ে Doctor মহাবিশ্বের যে কোন প্রান্তে ভ্রমণ করতে পারে। আবার এই স্পেসশিপ টাইম ট্রাভেল করতেও সক্ষম। তার স্পেসশিপ কাম টাইম মেশিনের নাম TARDIS (Time And Relative Dimension In Space). একবার TARDIS একটা ব্লু ফোনবুথের ভিতর আটকে যায়। বর্তমানে বাইরে থেকে TARDIS ছোট একটা ফোনবুথ কিন্তু ভিতরে বিশাল স্পেস শিপ। না দেখলে বলে বুঝানো একটু কষ্টকর। Doctor দেখতে মানুষের মতন হোলেও তার ফিজিওলজি আলাদা। তার দুইটা হার্ট। Doctor এর আছে রিজেনারেশন পাওয়ার। কখনো মরে গেলে সে নিজেকে পুনরায় ফিরিয়ে আনতে পারে যদিও তার চেহারা পরিবর্তিত হয়ে যায়। এই সুযোগে শোর ক্রিয়েটর রা ২/৩ সিজন পর পর ই নতুন Actor নিয়ে আসে। এটা তো গেল Doctor এর পরিচয়। এখন বলি কেন এটা আর দশটা সাই-ফাই শোর চেয়ে আলাদা। Doctor কে খুব কম সময়ই অস্ত্র ব্যাবহার করতে দেখা যায়। বিশাল বিশাল বিপদএর সময় তার মাথা থেকে বের হয় অদ্ভুত অদ্ভুত সব বুদ্ধি। তার কোন সুপার পাওয়ার নেই কিন্তু সে এক জন সুপার হিরোর চেয়ে কোন অংশে কম নয়। Doctor এর বিভিন্ন অভিযানে তার সাথে এক জন সঙ্গী কে দেখা যায়। যদিও কয়েকজন সঙ্গীর করুন পরিণতির কথা ভেবে Doctor একাই থাকতে পছন্দ করে কিন্তু তাও প্রয়জনে তাকে সঙ্গী নিতে হয়। Doctor এর আছে কিছু অদ্ভুত গেজেট। সব সময় তার হাতে দেখা যায় সনিক স্ক্রু-ড্রাইভার। এটা দিয়ে সে বন্ধ লক খোলা, সার্কিট অলটার সহ বিভিন্ন কাজ করে। আরও আছে পারসেপ্সন ফিল্টার। খুবই মজার জিনিস। এটা যদি কারো গলায় ঝুলিয়ে দেয়া হয় তবে তাকে কেউ নোটিশ করবেনা। এমন না যা সে অদৃশ্য হয়ে যাবে কিন্তু সবাই তাকে ইগ্নোর করবে। একবার Doctor তার সঙ্গী কে প্রশ্ন করেঃ All of time and space; everywhere and anywhere; every star that ever was. Where do you want to start? আমি তখন মন্ত্রমুগ্ধের মতন ভাবি আমাকে কেউ জিগ্যেস করলে আমি কোথায় যেতে চাইতাম? পৃথিবীতে Doctor Who ফ্যানরা নিজেদের পরিচয় দেয় Whovianবলে। শেষ করছি Doctor সম্পর্কে করা এক রিভিউয়ারের বিখ্যাত উক্তি দিয়ে –
They didn’t give him a tank or a warship or an x-wing fighter–they gave him a box from which you can call for help. And they didn’t give him a superpower or pointy ears or a heat-ray–they gave him an extra HEART. They gave him two hearts! They gave him a screwdriver so that he could fix things. And that’s an extraordinary thing. There will never come a time when we don’t need a hero like the Doctor. – Steven Moffat
( I am a proud Whovian)