সেটাই সত্যি – চতুষ্কোণ

Spread the love

এই বরফপথ
এই কঠিন রাত
তোমার পুরোনো অজুহাত
এই আলোর নিচে কাঁপতে থাকা
ছায়ার শিকড় ছিঁড়তে চাই

এই উল্কাপাত এই বিশ্রী রাত
আচমকা এই গোপন আঁতাত
সব ধ্বংস হওয়ার আগেই আমি
তোমার চোখে ভিজতে চাই
আর কেউ তোমার ভাষাতে
সমুদ্রের ভালোবাসাতে
ফিরিয়ে নিয়ে গেলো তোমায়
আহত ঝিনুক সৈকতে
আর চিরাচরিত জীর্নতায়
আবার প্রেমের তীক্ষ্ণতায়
সব রেকর্ড করা থাকবে তোমার
অন্তর্বতী শূন্যতায়
যদি এক মূহুর্তের জন্যেও আমায় চাওa
ছন্দপতন ঘটতে থাকে
ভাঙ্গনে গেলে ভুল করি
আমার বয়সের ওজন তোমার
খবর রাখা জরুরী
এই মৃত্যুমুখী শহর যেন
শূন্য মাপার কারখানা
গিলছে তোমায়, গিলছে আমায়
আন্ধকারের আস্তানা।
আর এই ক্যাফেটরিয়ায়
আবার যেদিন ফেরা যায়
তোমার রুমাল মোছা ঠোঁটের
এই নিয়ম মানার বাধ্যতায়।
তখন চিন্তা ঘুম
মেনে নিতে পারলে না।
সব রেকর্ড করা থাকবে তোমার
অন্তর্বতী শুন্যতায়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *